Blast Outside BJP Leader House (Photo Credits: X)

জলন্ধর, ৮ এপ্রিলঃ পঞ্জাবের জলন্ধরে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়ার (Manoranjan Kalia) বাড়িতে গ্রেনেড হামলা। সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে একটি গ্রেনেড ছোড়ে। বিস্ফোরণের বিকট শব্দে নড়ে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের জেরে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। গ্রেনেড বিস্ফোরণ (Grenade Attack) ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বিজেপি নেতার বাড়ির। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযানে নেমেছেন ফরেনসিক বিশেষজ্ঞরাও। তদন্তে পুলিশের হাতে এল ঘটনার সিসিটিভি ফুটেজ। জলন্ধরে মনোরঞ্জন কালিয়ার বাসভবনে গ্রেনেড নিক্ষেপ এবং বিস্ফোরণ সমস্ত মুহূর্তই তাতে ধরা পড়েছে।

বিজেপি নেতার বাড়িটি সিসিটিভি ক্যামেরায় মোড়া। সেই সিসিটিভি ক্যামেরাই টোটোয় চেপে দুষ্কৃতীদের মনোরঞ্জনের বাড়ি লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ এবং বিস্ফোরণের মুহূর্তবন্দি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, টোটোয় এসে কেউ বা কারা গ্রেনেডটি নিক্ষেপ করেছে বিজেপি নেতার বাসভবন লক্ষ্য করে। গ্রেনেড গিয়ে পড়ে বাড়ির উঠোনে। সেখানে দাঁড় করানো ছিল মনোরঞ্জনের এসইউভি গাড়ি এবং একটি বাইক। বিস্ফোরণের ফলে তাঁর বাড়ির একটি অ্যালুমিনিয়াম পার্টিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির কাচের জানালা ভেঙে গিয়েছে। গাড়ি এবং বাইকটিরও ক্ষতি হয়েছে। তবে ফুটেজে হামলাকারীদের মুখ দেখা যায়নি। হামলাকারী একজন নাকি একাধিক ছিলেন তাও স্পষ্ট নয়।

বিজেপি নেতার বাড়ির বাইরে গ্রেনেড হামলার সিসিটিভি ফুটেজঃ

খতিয়ে দেখছে জলন্ধর পুলিশ। বাড়ির বাইরে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা মনোরঞ্জন কালিয়া বলেন, রাত ১টার দিকে আচমকাই বিকট শব্দে ঘুম ভাঙে। প্রথমে তাঁর মনে হয়েছিল বজ্রপাতের শব্দ। পরে তিনি জানলেন, তাঁর বাড়ির বাইরে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ খুঁজে পাচ্ছে পুলিশ।