Priyansh Arya hits 39 balls Century. (Photo Credits:X)

মাত্র ৩৯ বলে আইপিএলে সেঞ্চুরি করে নজির গড়লেন প্রিয়াংশ (Priyansh Arya)। মঙ্গলবার মুল্লানপুরে এমএস ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে পঞ্জাব সুপার কিংসের বাঁ হাতি ওপেনার প্রিয়াংশ ৪২ বলে ১০৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। আইপিএলে চমকপ্রদ সেঞ্চুরি দেশের ক্রিকেটে একেবারে নতুন প্রতিভা প্রিয়াংশ আরিয়া-র। দেশের হয়ে কখনও না খেলা দ্রুততম আইপিএল সেঞ্চুরিয়ান হওয়ার নজির গড়লেন ২৪ বছরের দিল্লির বাঁ হাতি ওপেনার। এদিন প্রিয়াংশ একটা সময় ৩৫ বলে ৮০ রানে দাঁড়িয়ে ছিলেন, সেখান থেকে তিনি পরপর তিনটি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন। আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্য়ে দ্বিতীয় গ্রুততম সেঞ্চুরির নজির গড়লেন প্রিয়াংশ।

প্রিয়াংশের দুরন্ত সেঞ্চুরি দেখে উচ্ছ্বসিত মালকিন প্রীতি জিন্টা

সেঞ্চুরি পূর্ণ হতেই মালকিন প্রীতি জিন্টা গ্যালারিতে লাফিয়ে উঠলেন। ডাগ আউটে বসে আবেগে ভাসলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। এদিন ৮৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বেজায় চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। কিন্তু প্রীতি দলের হয়ে আজ একাই একশো প্রিয়াংশ। বিপক্ষ দলে খলিল আহমেদ, অশ্বিন, জাদেজা, নুর আমহেমদ, পিথারানা-র মত বিশ্বমানের বোলিং আক্রমণকে একেবারে উড়িয়ে দিলেন প্রিয়াংশ। গত ম্যাচেই রাজস্থানের বিরুদ্ধে একই মাঠে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। আরক এদিন করলেন ১০২।

পঞ্জাব করল ২১৯ রান

প্রিয়াংশের অবিশ্বাস্য সেঞ্চুরি আর শেষের দিকে শশাঙ্ক সিং-য়ের ৩৬ বলে অপরাজিত ৫২ ও মার্কো জেনেসন ১৯ বলে ৩৪ রানের সৌজন্য়ে নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব করল ৬ উইকেটে ২১৯ রান। প্রভসিমরণ সিং (০), শ্রেয়স আইয়ার , মার্কস স্টোয়নিস (৪), নেহাল ওয়েধেরা (৯), গ্লেন ম্যাক্সওয়েল (১)-রা যখন একেবারে ব্যর্থ হলেন, তখন উইকেটের উল্টো প্রান্তে ঝড় তুললেন প্রিয়াঙ্কাশ। ৯টি ওভার বাউন্ডারি আর ৪২টি বাউন্ডারি হাঁকিয়ে করলেন ১০৩ রান।

দুরন্ত সেঞ্চুরি প্রিয়াংশের

নিলামে ৩ কোটি ৮০ লক্ষ টাকায় প্রিয়াংশে কিনেছিল পঞ্জাব

এবার আইপিএলের নিলামে যখন প্রিয়াংশ বেস প্রাইসের ২০ গুণ বেশী দিয়ে ৩ কোটি ৮০ লক্ষ টাকায় কিনেছিলেন প্রীতি জিন্টারা, তখন অনেকেই হেসেছিলেন। কিন্তু দিল্লির ২৪ বছরের বাঁ হাতি ওপেনার প্রমাণ করলেন কেন তার এত দাম। এর আগে দিল্লি প্রিমিয়র লিগের এক ম্যাচে ৫০ বলে ১২০ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। কিন্তু সেরকম কিছু যে বিশ্ব ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটের এক নম্বর টুর্নামেন্টে খেলে ফেললেন তা ভাবতে পারেননি কেউ।