Sayantika Banerjee's Video (Photo Credit: Facebook/Screengrab)

কলকাতা, ৫ এপ্রিল: এবার ভাইরাল হল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) একটি ভিডিয়ো (Video)। যেখানে তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়কের সামনে বসে এক যুবককে ভিডিয়ো শ্যুট করতে দেখা যায়। সায়ন্তিকা যখন হলুদ রঙের সালওয়ার কামিজ পরে ভোট প্রচারের মঞ্চে বসে রয়েছেন, সেই সময় তাঁর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় এক যুবককে। শুধু তাই নয়, হাতে মোবাইল ফোন নিয়ে সেখানকার ক্যামেরা চালু করে অভিনেত্রী সায়ন্তিকার ছবি এবং ভিডিয়ো শ্যুট করতে দেখা যায় ওই যুবককে। সায়ন্তিকা যখন মঞ্চের উপর বসে রয়েছেন, সেই সময় কিছুটা দূরে বসে ওই যুবককে দেখা যায় তৃণমূল কংগ্রেস বিধায়কের দিকে তাকিয়ে থাকতে। সায়ন্তিকাকে তাঁর এত পছন্দ হয় যে অভিনেত্রীর দিকে থেকে চোখ ফেরাতে পারেননি ওই যুবক। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়। যা দেখে হাসি চাপতে পারেননি অনেকে। তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী বিধায়কের ২০২৩ সালের ওই ভিডিয়ো বর্তমানে ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেই হাসিতে ফেটে পড়েন।

আরও পড়ুন: Jannat Toha Reels: অন্তঃসত্ত্বা জন্নত তোহা, তাও সোশ্যাল মিডিয়া থেকে দু দণ্ড বিরাম নেই, নয়া ভিডিয়ো ঝড় তুলল

দেখুন সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়ের সেই ভিডিয়ো...

প্রসঙ্গত বরানগর বিধানসভা থেকে ভোটে লড়াই করে তৃণমূলের টিকিটে জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের বিধায়কের পাশাপাশি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্যের সেক্রেটারি পদেও আসীন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।