Abhishek Bachchan, Amitabh Bachchan (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ এপ্রিল: প্রয়াত অভিনেতা মনোজ কুমারের শেষকৃত্যে চটলেন  অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। প্রয়াত অভিনেতার শেষকৃত্যে বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে অভিষেক যখন হাজির হন সেই সময় সেলিম খানের সঙ্গে বিগ বি-কে ( Amitabh Bachchan) কথা বলতে দেখা যায়। সলমন খানের বাবা সেলিম খানের সঙ্গে যখন অমিতাভ বচ্চন কথা বলছেন, সেই সময় পাপারাৎজির ক্যামেরা তাঁদের তাক করে। ক্যামেরার ফ্ল্যাশ চোখে পড়তেই কার্যত মেজাজ হারান অভিষেক। অমিতাভ বচ্চন এবং সেলিম খানের বাক্যালাপের মাঝে পাপারৎজি হঠাৎ করে কেন ক্যামেরা ফ্ল্যাশ করলেন, তা দেখে কার্যত রেগে যান অভিষেক। পাপারাৎজির কাছে গিয়ে কিছু কথা বলতে দেখা যায় অভিষেক বচ্চনকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে। জুনিয়র বচ্চন হঠাৎ করে কেন মেজাজ হারালেন, তা নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য শুরু করেন।

আরও পড়ুন: Actor Manoj Kumar Cremated: শেষযাত্রায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা, মনোজ কুমারকে শেষবিদায় জানাতে শ্মশানে অমিতাভ

৪ এপ্রিল মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমারের। ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় এই বর্ষীয়ান অভিনেতার। মুম্বইয়ের (Mumbai) কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ কুমার।

দেখুন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনের ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

মনোজ কুমারের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ফিল্ম নগরীতে। মনোজ কুমারকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন বলিউডের একাধিক তারকা। প্রেম চোপড়া থেকে শুরু করে জায়েদ খান, রাজা মুরাদ, আরবাজ খানরা হাজির হন মনোজ কুমারের শেষকৃত্যে।

শেষকৃত্যে মনোজ কুমারের স্ত্রী শশী গোস্বামীকে দেখা যায় অঝোরে কাঁদতে। অভিনেতার শেষ বিদায়ে তাঁর স্ত্রীর চোখের জল যেন বাধ মানছিল না। যা দেখে আবেগপ্লুত হয়ে পড়েন বহু মানুষ।