IndiGo (Photo Credit: IANS/Twitter)

বেঙ্গালরু, ৫ এপ্রিল: গত পয়লা এপ্রিল ইন্ডিগো বিমান সংস্থার বিমানে চড়ে ত্রিবান্দ্রাম থেকে বেঙ্গালুরুতে সফর করেন এক মহিলা। তাঁর সঙ্গে বিমানে ছিলেন তাঁর দুই সন্তান। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে নামার পর সেই মহিলা তার ৫ বছরের নাবালিকা সন্তানের গলার সোনার চেন হারিয়ে যাওয়া নিয়ে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। মহিলা যাত্রীর অভিযোগ, মাঝ আকাশেবিমান চলাকালীন এক বিমান সেবিকা তার বাচ্চার সোনার চেন চুরি করেছেন। মহিলা অভিযোগ, তার বাচ্চা বিমান সফরের মাঝে মাঝ আকাশে কাঁদলে ইন্ডিগো বিমানের এক কেবিন ক্রু তাকে টয়লেটে নিয়ে যায়।

বিমানের টয়লেট থেকে ফেরার পর শিশুর সোনার চেন খোয়া যায়

টয়লেট থেকে ফেরার পরেই শিশুটির গলার সোনার চেন খোয়া যায় বলে তার মা পুলিশকে জানান।

মাঝ আকাশে সোনার চেন চুরির দায়ে গ্রেফতার বিমান সেবিকা

 

গ্রেফতার বিমানসেবিকা

প্রাথমিক তদন্তের পর মাঝ আকাশে সোনার চেন চুরির দায়ে এদিন সেই বিমান সেবিকাকে গ্রেফতার করা হয়।