
কথায় আচ্ছে ঘরের শত্রু বিভীষণ। এবার সেই কথারই বাস্তব দৃশ্য দেখা গেল লোকসভায়, যেদিন ওয়াকফ সংশোধনী বিল পেশ হয়েছিল। বিরোধী আসনে থেকে এক বিজেডির রাজ্যসভার সাংসদ সস্মিত পাত্র (Sasmit Patra) ভোট দিলেন ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে। আর সেই নিয়ে চিন্তা বাড়ল নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) দলের অন্দরে। ভোটাভুটির পর স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এই বিলটি সমর্থন করেন, তাই তিনি ভোট দিয়েছেন। আর তাঁর এই সিদ্ধান্তের পর দলের বাকি নেতারা এই নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন।
সস্মিতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন প্রদীপ জেনা
শনিবার এই কারণে বিজেডি নেতা তথা প্রাক্তন মন্ত্রী প্রদীপ জেনা দলের সুপ্রিমো নবীন পট্টনায়েকের উদ্দেশ্যে চিঠি লিখে সস্মিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। যদিও এই ঘটনার পর আদপে সস্মিতই দলবদল করে বিজেপিতে যোগ দেবেন কিনা, সেই নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে ওড়িশায় বিজেডির অবস্থা এখন মোটেও ভালো নয়। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একাধিক বিধায়ক, সাংসদ দল ছেড়েছেন।
দেখুন পোস্ট
Senior BJD leader and former minister Pratap Jena writes a letter to BJD chief Naveen Patnaik demanding action against Rajya Sabha MP Sasmit Patra, citing his vote in favour of the Waqf Bill.
— ANI (@ANI) April 5, 2025
দল ছাড়তে চান না বিজেডি সাংসদ
যদিও বিজেডি সাংসদ সস্মিত জানিয়েছিলেন, "দল ছাড়ার তাঁর কোনও অভিপ্রায় নেই। আসলে ভোটাভুটির আগে দল সিদ্ধান্ত নিয়েছিল যে সাংসদরা বিবেকের ইচ্ছা অনুযায়ী ভোট দেবেন এবং কারা কোনও পক্ষে ভোট দেবেন সেটা সাংসদদের ওপরেই ছেড়েছিলেন। তাই তিনি মন থেকে যাকে সমর্থন করার তাকেই করেছেন"।