থাইল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিন সন্ধ্যের দিকে কলম্বোর বিমানবন্দরে পৌঁছন তিনি। যে সময় মোদী নামেন, সেই সময় মুশলধারে বৃষ্টি পড়ছিল কলম্বোয়। তারপরেও তিনি বিমান থেকে নামেন। তাঁকে স্বাগত জানাতে এদিন উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার ৬ জন মন্ত্রী। আগামী ৬ এপ্রিল শ্রীলঙ্কা সফর থেকে ফিরবেন তিনি। তাঁর এই তিনদিনের সফরের দুই দেশের মধ্যে একাধিক চুক্তিতে সাক্ষর হবে। ফলে এই সফরের সফলতার দিকে তাকিয়ে রয়েছে দুই দেশের রাজনৈতিক মহল।
শ্রীলঙ্কার মন্ত্রীরা স্বাগত জানালেন প্রধানমন্ত্রীকে
এদিন শ্রীলঙ্কার মন্ত্রীদের মধ্যে বিজিতা হেরাথ, নালিন্দা জয়তিসা, অনিল জয়ন্ত, রামালিঙ্গম চন্দ্রশেকর, সরোজা সাবিত্রী পলরাজ এবং ক্রিশানথা আবেসেনারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এই সফরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাকুমার দিশানায়েকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। সেই বৈঠকে অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং বানিজ্যিক বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন অনেকে।
থাইল্যান্ডে মোদী-ইউনূস সাক্ষাৎ
প্রসঙ্গত, থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। সেই সাক্ষাতে বাংলাদেশ নিয়ে কথাও হয় দুজনের মধ্যে। যদিও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানো নিয়ে একবর্ণ কথা বলেননি ইউনূস।