Ben Sears Fifer: একাই গোটা পাকিস্তান দলকে নাচিয়ে ছাড়লেন নিউ জিল্যান্ডের পেসার বেন সিয়ার্স। ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের দেশে আরও এক তারকা পেস বোলারের জন্ম হল। নিউ জিল্যান্ডের (NZ vs PAK ODI Series 2025) তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান হোয়াইটওয়াশ হল ০-৩ এ। আর টানা দুটো ম্যাচে পাঁচ উইকেটের স্পেল করে সিরিজ সেরা হলেন কিউই পেসার সিয়ার্স। পাকিস্তানের বিরুদ্ধে টানা দুটো ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন ২৭ বছরের ওয়েলিংটনের পেসার। ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কোনও কিউই বোলার টানা দুটো ম্যাচে পাঁচ উইকেট পেলেন। কিউই তারকা যখন আইপিএল খেলতে ব্যস্ত, তখন পাকিস্তানের বিরুদ্ধে নামা কার্যত বি টিমের নিউ জিল্যান্ডকে জেতালেন সিয়ার্স। এই সিরিজের আগে যে সিয়ার্স দেশের হয়ে মাত্র ১টি টেস্ট আর ১টি ওয়ানডে খেলেছিলেন। তাঁর অতিরিক্ত বাউন্স, আর চোরাগতির কাছে পরাস্ত হলেন রিজওয়ানরা।
টানা দুটো ওয়ানডে-তে পাঁচ উইকেট
শনিবার মাউন্ট মাউহানুইতে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে বেন সিয়ার্স ৩৪ রান দিয়ে নিলেন পাঁচ উইকেট। তার আগের ম্যাচে বুধবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৫৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন সিয়ার্স। তবে সিরিজের প্রথম ওয়ানডে-তে কোনও উইকেট পাননি তিনি। এদিন তাঁর দলকে প্রথম সফলতাটা সিয়ার্সই এনে দেন। জয়ের জন্য ২৬৪ রান তাড়া করতে নেমে ক্রিজে সেট হয়ে যাওয়া আব্দুল শফিক (৩৩)-কে আউট করে পাকিস্তানকে প্রথম ধাক্কাটা সিয়ার্সই দেন।
বিগ বেনের নজির
Ben Sears' first two ODIs: 16-0-104-0
Next two ODIs: 18.2-0-93-10 pic.twitter.com/gDpOY50rzR
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 5, 2025
বেন সিয়ার্সের পাঁচ উইকেটের শিকার কারা--
বুধবার, দ্বিতীয় ওয়ানডে-তে: মহম্মদ রিজওয়ান, সলমন আঘা, ফাহিম আসরাফ, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ।
শনিবার, তৃতীয় ওয়ানডে-তে: আব্দুল শফিক, সলমন আঘা, নাসিম শাহ, মহম্মদ ওয়াসিম, সুফিয়া মুকিম।