![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/36-201.jpg?width=380&height=214)
দিনকয়েক আগেই মণিপুরে (Manipur) মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বীরেন সিং। তারপর আজ অর্থাৎ বৃহস্পতিবার আচমকাই রাজ্যে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন। মূলত বীরেন সিংয়ের পদত্যাগের পর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়ে চাপে ছিল কেন্দ্রীয় নেতৃত্ব। অবশেষে মুখ্যমন্ত্রী না পাওয়ার পরেই এদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেন, "১০ ফেব্রুয়ারি বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী বীরেন সিং ইস্তফা দিয়ে দেন। আসলে রাজ্য সরকার জানত যে এই সময় অনাস্থা প্রস্তাব দিলে সমস্যায় পড়বে বিজেপি"।
মণিপুরে নির্বাচনের দাবি জানাতে পারে কংগ্রেস
জয়রাম আরও বলেন, "সেই কারণেই ইস্তফা দেন বীরেন সিং। তারপর আজ রাষ্ট্রপতি শাসন জারি হল। আমরা আমাদের দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করছি, যদি এই মুহূর্তে মণিপুরে মধ্যবর্তী নির্বাচন করা যায়। কিন্তু অবিলম্বের রাজ্যের পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুরে সফর করা উচিত। এই কয়েকবছরে মণিপুরের পরিস্থিতি একাধিকবার অশান্ত হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীকে সেখানে একবারের জন্যও দেখা যায়নি। আমাদের দাবি প্রধানমন্ত্রীর অবিলম্বে মণিপুরে যাওয়া উচিত"।
জয়রাম রমেশের বক্তব্য
#WATCH | Delhi | On President's Rule imposed in Manipur, Congress MP Jairam Ramesh says, "On the 10th of February, the Congress was bringing a no-confidence motion. They knew that the chief minister had lost the confidence of even his own BJP colleagues and NDA colleagues. So,… pic.twitter.com/MogJz2aBpK
— ANI (@ANI) February 13, 2025