Manipur Violence (Photo Credits: X)

ইম্ফল, ১৭ নভেম্বরঃ দিন কয়েক আগেই মণিপুরের (Manipur) জিরিবামে অশান্তির আগুন ছড়িয়েছিল। এক মহিলাকে তাঁর স্বামীর সামনেই ধর্ষণ করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। চলেছিল লুটপাট, দুষ্কৃতীদের তাণ্ডব। রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল। সিআরপিএফ-এর গুলিতে ১১ জন সন্দেহভাজন জঙ্গি খতম হয়েছিল। মনিপুরের পরিস্থিতি ফের নিয়ন্ত্রণের বাড়িতে যেতে শুরু করেছে। কেন্দ্রস্থল সেই জিরিবাম (Jiribam)। নিখোঁজ হওয়া ৬ ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে নদী থেকে। আর সেই ঘটনা ঘিরেই নতুন করে অশান্তি ছড়িয়েছে। শনিবার রাতে রাজ্যের তিন মন্ত্রী এবং ৬ বিধায়কের বাড়িতে হামলা চালায় একদল বিক্ষোভকারী। শুধু তাই নয়, ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N. Biren Singh) বাসভবনেও হামলার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। উত্তর-পূর্বের রাজ্যটিতে অব্যাহত উত্তেজনার পরিস্থিতি বিচার করে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ডিরেক্টর জেনারেল অনীশ দয়াল সিং এবার মণিপুর সফরে যাচ্ছেন বলে খবর।

শুক্রবার রাত এবং শনিবার রাতে জিরিবামের তিন নারী এবং তিন শিশু সহ মোট ছয় জনের মৃত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার পরেই আগুন জ্বলতে শুরু করে রাজ্যজুড়ে। মন্ত্রীদের বাড়ি ঘেরাও, বিধায়কদের বাড়িয়ে আগুন ধরিয়ে দেন ক্ষিপ্ত জনতা। মুখ্যমন্ত্রীর বাড়িয়ে হামলার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। নামানো হয় বিশাল নিরাপত্তা বাহিনী। আন্দোলন ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে রাজ্যের ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্যে কার্ফু জারি করেছে মণিপুর সরকার। পাশাপাশি রাজ্যের সাত জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।