
দোলের কারণে শুক্রবার থেকেই বন্ধ ছিল স্কুল। রবিবার সকালে গাছে জল দিতে এসেছিল দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার। স্কুলের সামনে এসেই চক্ষু চড়কগাছ তাঁর। মেন গেট হাট করে খোলা। ভেতরে লণ্ডভণ্ড সবকিছু, এমনকী সাত সাতটি আলমারীর লক ভাঙা। রবিবার ঘটনাটি ঘটেছে বেহালার (Behala) বিবেকানন্দ পল্লীতে অবস্থিত বাণীতীর্থ গার্লস হাইস্কুলে। যদিও কখন চোর ঢুকেছে তা এখনও পরিস্কার নয়। ওই কেয়ারটেকারই স্কুলের শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের খবর দিয়েছে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ।
খোয়া গিয়েছে নগদ টাকা
পুলিশসূত্রে খবর, স্কুলে থাকা সাতটি আলমারির লক ভাঙা হয়েছে। খোয়া দিয়েছে নগদ ১০ হাজার টাকা। এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্রও খোয়া গিয়েছে বলে খবর। এছাড়া স্কুলের সম্পত্তিতে যথেষ্ট ভাঙচুরও চালানো হয়। যদিও কে বা কারা চুরি করেছে তা এখনও পরিস্কার নয়। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
তদন্তে নেমেছে পুলিশ
জানা যাচ্ছে, সবমিলিয়ে ৭টি আলমারি এবং ৫টি তালা ভাঙা হয়েছে। টিচার ইন-চার্জ, প্রধান শিক্ষাকার ঘরও লণ্ডভণ্ড করা হয়েছে। যদিও সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা গিয়েছে, ফলে তার আগে এরকম চুরি হওয়ার পর চিন্তার পড়েছে স্কুল কর্তৃপক্ষ।