প্রতি বছর ২০ জুন বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব উদ্বাস্তু দিবস বা বিশ্ব শরণার্থী দিবস। উদ্বাস্তুদের সম্মান জানানোর জন্য এবং তাদের প্রতি সহানুভূতি ও সমর্থন দেখানোর উদ্দেশ্যে পালন করা হয় এই দিনটি। উদ্বাস্তু সমস্যা হল একটি বৈশ্বিক সমস্যা। যুদ্ধ, সহিংসতার মতো বিভিন্ন পরিস্থিতি সহ্য করার পর নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অন্য দেশে আশ্রয় নেওয়া মানুষদের বলা হয় উদ্বাস্তু বা শরণার্থী। তাদের উৎসর্গ করে পালন করা হয় 'বিশ্ব শরণার্থী দিবস'।

২০০০ সালে ডিসেম্বর মাসে জাতিসংঘ সিদ্ধান্ত নেয় ২০ জুন পালন করা হবে 'বিশ্ব শরণার্থী দিবস'। সেই থেকে প্রতি বছর ২০ জুন পালন করা হয় বিশ্ব শরণার্থী দিবস। শরণার্থীদের জন্য জাতিসংঘের মধ্যে রয়েছে একটি সংস্থা, যার নাম United Nations High Commissioner for Refugees বা UNHCR। সারা বিশ্বের শরণার্থীদের সাহায্য করার জন্য কাজ করে এই সংস্থা। গোটা বিশ্বের শরণার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সাহায্য করার জন্য রাজনৈতিক সদিচ্ছা তৈরি করতে উদ্বুদ্ধ করার জন্য প্রতি বছর পালন করা হয় বিশ্ব শরণার্থী দিবস। রাজনৈতিক সদিচ্ছা জাগ্রত হলে উদ্বাস্তুরা অন্য দেশে নতুন করে জীবনযাপন শুরু করতে পারে।

লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হওয়া একটি বৈশ্বিক সমস্যা এবং এর জন্য মোকাবেলার প্রচেষ্টাও হওয়া উচিত বিশ্বব্যাপী। গত কয়েক বছরে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের কারণে সমস্যা দেখা দিয়েছে ভারত ও বাংলাদেশে আইনশৃঙ্খলায়। উদ্বাস্তুদের কারণে সমস্যায় পড়তে হচ্ছে সেই দেশের মানুষদের। যেসব এলাকায় রোহিঙ্গারা বসতি স্থাপন করেছে সেখানে বৃদ্ধি পেয়েছে অপরাধমূলক কর্মকাণ্ড। যুদ্ধ, দারিদ্র এবং অন্যান্য কারণে উদ্বাস্তু হয়ে যাওয়া মানুষদের তাদের ঘরে ফিরিয়ে দেওয়া খুবই জরুরি, যাতে তারা এবং আমরা সবাই নিজ নিজ দেশে আনন্দে জীবনযাপন করতে পারি।