আলঝেইমার এমন একটি রোগ যার কারণে ধীরে ধীরে হারিয়ে যায় স্মৃতিশক্তি। এই রোগের কারণে মস্তিষ্কের যে কোষগুলি মনে রাখা, চিন্তা করা এবং বোঝার জন্য দায়ী সেগুলি নষ্ট হতে শুরু করে। ঠিক সময়ে এই রোগটি ধরা না পড়লে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যখন একজন ব্যক্তি তার নাম, ঠিকানা সব ভুলে যেতে শুরু করে। তাই সময়মতো এই রোগ সনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ।
আলঝেইমার রোগের সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর পালন করা হয় বিশ্ব আলঝেইমার দিবস। প্রতি বছর ২১ সেপ্টেম্বর পালন করা হয় এই দিনটি। ১৯৯৪ সালে 'আলঝাইমারস ডিজিজ ইন্টারন্যাশনাল'-এর ১০ বছর পূর্ণ হওয়ার পর পালন করা শুরু হয় বিশ্ব আলঝেইমার দিবস। 'আলঝাইমারস ডিজিজ ইন্টারন্যাশনাল' একটি অলাভজনক সংস্থা। আলঝেইমার এবং ডিমেনশিয়া নিয়ে কাজ করে এই সংস্থা।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল 'আলঝাইমারস ডিজিজ ইন্টারন্যাশনাল'। আলঝেইমারের প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে ভুলে যাওয়া বা একই জিনিস বারবার জিজ্ঞাসা করা। দৈনন্দিন কাজ নিজে করতে না পারা। জিনিস গুছিয়ে রাখলে সমস্যা হওয়া। এছাড়া রং শনাক্ত করতে না পারা, দূরত্ব অনুমান করতে না পারা। সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ না করা বা তাদের থেকে পালিয়ে যাওয়া। আলঝেইমার হলে দেখা দেয় এই ধরনের সমস্যা।