নতুন দিল্লি, ১৫ সেপ্টেম্বর: আগামী, সোমবার ১৮ সেপ্টেম্বর থেকে সংসদে পাঁচ দিনের বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিশেষ অধিবেশন নিয়ে দেশজুড়ে জল্পনা। অনেকেই মনে করছেন, দেশের সরকারী নাম নাম ইন্ডিয়া থেকে বদলে ভারত, এক দেশ এক নির্বাচন-এর মত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এগোতে চায় বলে কেন্দ্র এই বিশেষ লোকসভা অধিবেশনের ডাক দিয়েছে। আর এই বিশেষ অধিবেশনে দলের সব সাংসদকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ আগেই দিয়েছে বিজেপি।
সূত্রের খবর, তিন লাইনের হুইপ লিখে দলের সব সাংসদদের পাঠিয়ে দিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার খবর, কেন্দ্রীয় সরকার তাদের সব মন্ত্রীদের সংসদের এই বিশেষ অধিবেশনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের তরফ থেকে এমন নির্দেশ বুঝিয়ে দিচ্ছে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র এই অধিবেশনের মাধ্যমে বড় কোনও সিদ্ধান্তের কথা জানাতে চলেছে। আরও পড়ুন- 'ইন্ডিয়া জোটের সদস্যরা সনাতন ধর্মকে মুছে ফেলতে চাইছে', মন্তব্য মোদীর
দেখুন টুইট
The Central government has directed all its ministers to be present in the House for the five-day special #Parliament session starting from September 18-22, said #BJP sources.
Earlier, the #BJP had issued a three-line whip to all its MPs directing them to be present in… pic.twitter.com/Bw3IbgqIyp
— IANS (@ians_india) September 15, 2023
সংসদ অধিবেশনে কেন্দ্রীয় সরকার সংসদের উভয় কক্ষ- লোকসভা এবং রাজ্যসভায় তাদের মন্ত্রীদের ডিউটিকে রোস্টারে ভাগ করে দেয়। যে রোস্টারে কেন্দ্রের সব মন্ত্রী সময় অনুসারে চার ঘণ্টা করে সংসদে থেকে তাদের দফতরের কাজে চলে যান। একজন মন্ত্রী চলে যাওয়ার পর অন্য মন্ত্রী সংসদের কাজ করেন।