অবন্তীপোরা: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) অবন্তীপোরায় (Awantipora) এলাকায় তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন (raided) বিশেষ তদন্তকারী দলের (Special Investigation Unit) সদস্য।
অভিযুক্তরা হলে মনজুর ওয়ামেদ ওয়নি, মহসীন আহদেদ লোন ও আরিফ বাসির ভাট। তাদের বাড়ি ও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ থাকার বিভিন্ন ডকুমেন্ট জোগাড়ের চেষ্টা চলছে। আরও পড়ুন: Heat wave Condition: অন্ধ্র প্রদেশ,পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, ধুলো ঝড়ের পূর্বাভাস উত্তর পশ্চিমের রাজ্যে
J&K | Continuing its crackdown on terror elements, Special Investigation Unit (SIU) Awantipora raided the residential houses of three suspects namely Manzoor Ahmad Wani, Mouhsin Ahmed Loan and Ariaf Bashir Bhat. Searches were conducted to gather more evidence of their involvement… pic.twitter.com/v2zkXLil2q
— ANI (@ANI) May 17, 2023