Photo Credits: ANI

অবন্তীপোরা: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের  (Jammu & Kashmir) অবন্তীপোরায় (Awantipora) এলাকায় তিন সন্দেহভাজন জঙ্গির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন (raided) বিশেষ তদন্তকারী দলের (Special Investigation Unit) সদস্য।

অভিযুক্তরা হলে মনজুর ওয়ামেদ ওয়নি, মহসীন আহদেদ লোন ও  আরিফ বাসির ভাট। তাদের বাড়ি ও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ থাকার বিভিন্ন ডকুমেন্ট জোগাড়ের চেষ্টা চলছে। আরও পড়ুন: Heat wave Condition: অন্ধ্র প্রদেশ,পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, ধুলো ঝড়ের পূর্বাভাস উত্তর পশ্চিমের রাজ্যে