Photo Credit ANI

আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগোল ভারত। ভারতীয় নৌবাহিনীর ব্যবহত অ্যান্টিসাবমেরিন রকেট RGB-60র  ফিউজ তৈরি করল ভারতীয় ইন্ড্রাস্ট্রি। M/s Economic Explosives Limited (EEL) নামের এক সংস্থার হাতে তৈরি করা হয়েছে এই রকেটের ফিউজ। আর এই ফিউজ তৈরির ক্ষেত্রে এই নাগপুরের সংস্থাকে যাবতীয় সাহায্য করেছে ভারতীয় নৌবাহিনী।

সংস্থার সিএমডি সত্যনারায়ন নুয়াল রকেটের ফিউজটি ভাইস অ্যাডমিরাল এস এন ঘরমেড এবং ভাইস চিফ অফ নাভাল স্টাফের উপস্থিতিতে হাতে তুলে দেন।

RGB-60 রকেটটি ভারতের বেশিরভাগ জাহাজেই ব্যবহার করা হয়। রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই রকেটগুলিতে YDB-60 ফিউজের ব্যবহার ভারতে আত্মনির্ভরতার রাস্তাকে আরও প্রশস্ত করল বলে মনে করা হচ্ছে। তবে শুধু ফিউজই নয় এর পাশাপাশি যুদ্ধে ব্যবহত অন্যন্য সরঞ্জাম তৈরির ক্ষেত্রে যাতে ভারতীয় সংস্থাগুলি আরও তৎপরতার সঙ্গে কাজ করে তার জন্য সরকারের তরফে সব রকমের সহযোগীতা করা হবে বলে জানা গেছে।

দ্য ডাইরেক্টর জেনারেল অফ নাভাল আর্মামেন্ট এবং ডিরেক্ট জেনারেল অফ নাভাল অর্মামেন্ট ইন্সপেকশনের তরফে এই ফিউজ তৈরির ক্ষেত্রে যাবতীয় সাহায্য করা হয়েছে।

RGB-60 বা রকেট গাইডেড বম্ব মডেল, রাশিয়ার অ্যান্টি সাবমেরিন ক্ষেপনাস্ত্র রকেট। যার রেঞ্জ মূলত ৫৭০০ থেকে ৬০০০ মিটার পর্যন্ত হয়ে থাকে। এর যে সংস্করন ভারতকে দেওয়া হয়েছে তাতে ১৫০০ মিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম RGB-60 রকেটটি।