Rare book

নয়াদিল্লি : কখনও কখনও কিছু পুরানো জিনিস খুব বিশেষ হয়। অনেকেই রয়েছেন পুরানো জিনিস সংগ্রহ করতে ভালোবাসেন, অনেকে আবার পুরনো জিনিস সংগ্রহ করে পরে চড়া দামে বিক্রি করেন। সম্প্রতি এমনই একটি ঘটনা যুক্তরাজ্যের সামনে এসেছে। হ্যারি পটারের (Harry Potters) ১৯৯৭ সালের একটি ৩২ টাকা মূল্যের বই বিক্রি হলো ১১ লাখ ২৬ হাজারে।

হ্যারি পটারের গল্পের নিজস্ব ক্রেজ রয়েছে। হ্যারি পটারের প্রকৃত অনুরাগীরা এর ফিল্ম থেকে বই সবকিছুই সংগ্রহে রাখেন। বহুমূল্যে বিক্রি হওয়া বইটির ৫০০ কপি  ১৯৯৭ ব্লুমসবারি  প্রকাশ করেছিল। যার মধ্যে ৩০০টি বই যুক্তরাজ্যের সব লাইব্রেরিতে বিতরণ করা হয়। সেই বইগুলির মধ্যে একটি বই উলভারহ্যাম্পটন লাইব্রেরিতে (Wolverhampton Library) ২৬ বছর ধরে ছিল। ওই লাইব্রেরির কর্তৃপক্ষ সম্প্রতি বইটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন : Chandrayaan-3: ভারতের মহাকাশ গবেষণায় স্বর্ণাক্ষরে লিখে রাখার মত আজকের দিন, টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়ে বললেন মোদী (দেখুন টুইট)

বইটি কিনতে হ্যারি পটারের অনেকে অনুরাগীই উৎসাহী হন। বহু অনুরাগীর মধ্যে রিচার্ড ভিন্টনার নামের এক ব্যক্তি ১১ লাখ ২৬ হাজারে কিনে নেন। বইটি কেনার পর রিচার্ড বলেন, ‘বইটি আমার জন্য খুব বিশেষ কারণ এটি জে কে রাউলিংয়ের বইয়ের মূল সিরিজের প্রথম বই। এ ছাড়া এর অবস্থা দেখে মনে হয়, এটি অনেকেই পড়েছেন এবং এ ছাড়াও বইটির গায়ে লাইব্রেরির অনেকগুলো স্ট্যাম্প ও পুরনো স্টিকার রয়েছে। সবশেষে তিনি বলেন, ‘নো লস ডিল।’