Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৪২, ৯০৯ জন, মৃত্যু ৩৮০ জনের
Coronavirus scanning at an airport (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ৩০ অগাস্ট: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৪২ হাজার ৯০৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৭৬৩ জন। ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের মধ্যে প্রায় তিনভাগই কেরলের। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৮৩৬ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ৩ লাখ ৭৬ হাজার ৩২৪ জনের চিকিৎসা চলছে। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৪০৫ জন। আর করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ২১০ জন

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ৬৩ কোটি ৪৩ লাখ ৮১ হাজার ৩৫৮ ডোজ কোভিড টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গতকাল দেওয়া হয়েছে ৩১ লাখ ১৪ হাজার ৬৯৬ ডোজ। আরও পড়ুন: Buddhadeb Guha Passes Away: বাংলা সাহিত্যে ইন্দ্রপতন, প্রয়াত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ

সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৮৬১ জন। আর আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৭২ লাখ ২ হাজার ৪৪৮ জনের। সারা বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৯৬ জন। তবে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমেছে কিছুটা। ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে ৪ লাখের বেশি মানুষ।