Buddhadeb Guha Passes Away: বাংলা সাহিত্যে ইন্দ্রপতন, প্রয়াত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ
সাহিত্যিক বুদ্ধদেব গুহ

কলকাতা, ৩০ অগাস্ট: প্রয়াত হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ (Buddhadeb Guha)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ৩১ জুলাই থেকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ সাহিত্যিক। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন। একমাস পর কোভিডমুক্ত হন। কিন্তু চলতি মাসে আবারও কোভিড পরবর্তী জটিলতা নিয়ে ভর্তি হন হাসপাতাসলে। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। এছাড়াও মাল্টি অর্গান ফেলিওরও হ্রাস করেছিল তাঁকে। মূত্রথলীতেও দেখা দিয়েছিল সংক্রমণ। সংক্রমণের ধাক্কায় আরও দূর্বল হয়ে পড়েন প্রবীণ সাহিত্যিক। আরও পড়ুন: WB Post-Poll Violence: পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় আরও ৭টি এফআইআর করল সিবিআই

একাধিক উপন্যাসে বাংলাকে সমৃদ্ধ করেছিলেন বুদ্ধদেব গুহ। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’। এছাডা়ও ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’-সহ একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন বুদ্ধদেব গুহ।