Representational Image | (Photo Credits: Getty Images)

গুয়াহাটি/ কলকাতা, ২৬ মার্চ: রাত পোহালেই পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা নির্বাচন। ইভিএম (EVM) এবং ভিভিপ্যাটের (VVPAT) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। যারা প্রথমবার ভোট দিতে যাবেন কিংবা ভোট দেওয়ার প্রক্রিয়া ভুলে গেছেন তাদের জন্য রইল বিস্তারিত তথ্য। ব্যালট পেপারে ভোটগ্রহণের পদ্ধতি বহুদিন আগেই বিদায় নিয়েছে ভারত থেকে। তার বদলে এসেছে ইভিএম, ভিভিপ্যাট মেশিন। ইভিএমে ভোটগ্রহণ হয়, সেই ভোট ভিভিপ্যাটে রেজিস্টার হয়। আপনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন তা নিশ্চিত করতে ভিভিপ্যাট মেশিন ব্যবহার করা হয়।

ইভিএমে কীভাবে ভোটদান করবেন?

  • আপনি যদি নির্বাচনে নথিভুক্ত হয়ে থাকেন তবে আপনার পোলিং বুথে যান ভোট দিতে। পোলিং অফিসার ভোটার তালিকায় আপনার নাম মিলিয়ে নেবে এবং আপনার ভোটার কার্ডটি দেখতে চাইবেন। তা নিশ্চিত করার পরই আপনাকে ভোটকক্ষে ঢুকতে দেওয়া হবে। আপনার আঙ্গুলে ভোটের নীল কালি লাগিয়ে দেওয়া হবে। এরপরই আপনি ভোট দিতে পারবেন।
  • ভোট দেওয়ার আগে আপনাকে একটা স্লিপ দেওয়া হবে। একটি রেজিস্টারে আপনার নামের জায়গায় স্বাক্ষর করতে হবে। এরপর অন্য একটি টেবিলে গিয়ে আপনাকে স্লিপটি জমা দিতে হবে। সেখানে আপনার আঙ্গুলের কালিও দেখতে হবে। এরপরই ভোট দিতে পারবেন।
  • ইভিএমে থাকে ৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট তার। যেখানে একটি কন্ট্রোল ইউনিট এবং একটি ব্যালট ইউনিট থাকে। ইভিএম মেশিনে পছন্দসই প্রার্থী এবং দলের নাম দেখে আপনাকে পাশে থাকা নীল বাটনটি চাপতে হবে।
  • ভোট দেওয়া হলে একটি লাইট জ্বলে উঠবে এবং আওয়াজ হবে। তাহলে বোঝা যাবে ভোটটি গ্রহণ হয়েছে।
  • আপনার ভোটটি ঠিক জায়গায় পড়েছে কিনা তা দেখার জন্য ভিভিপ্যাট মেশিনে দেখবেন। ইভিএম মেশিনের পাশেই থাকে ভিভিপ্যাট।
  • ওই মেশিনে আপনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন তাঁর নাম, দলের প্রতীক তা ভেসে উঠবে।
  • কয়েক সেকেন্ডের জন্যই তা দৃশ্যমান হবে।