Divorce (Representational Image) (Photo Credit: Twitter)

মাত্র ১ শতাংশ বিবাহবিচ্ছেদের হার নিয়ে ভারত সম্পর্ক রক্ষা, পারিবারিক ব্যবস্থা ও মূল্যবোধ বজায় রাখার ক্ষেত্রে বিশ্বের শীর্ষে রয়েছে। 'World of Statistics'-এর তথ্য অনুযায়ী, এশিয়ার দেশগুলিতে সম্পর্ক কম ভাঙছে, অন্যদিকে ইউরোপ-আমেরিকার পরিবারগুলি বেশি ভাঙছে। ভিয়েতনাম, যেখানে মাত্র ৭ শতাংশ বিবাহবিচ্ছেদ হয় এটি ভারতের পরে দ্বিতীয় স্থানে রয়েছে। এ ছাড়া তাজিকিস্তানে ১০ শতাংশ, ইরানে ১৪ এবং মেক্সিকোতে ১৭ শতাংশ সম্পর্ক বিবাহবিচ্ছেদ ঘটে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানকে এই রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়নি। মিশর, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, তুরস্ক ও কলম্বিয়াও সেই ১০টি দেশের মধ্যে রয়েছে, যেখানে বিবাহবিচ্ছেদের হার সবচেয়ে কম। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপের দেশগুলোতে। পর্তুগালে ৯৪ শতাংশ বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটে। এ ছাড়া স্পেন দ্বিতীয় থেকে শেষ, যেখানে ৮৫ শতাংশ সম্পর্কই কাজ করে না।

দেখুন সম্পূর্ণ তালিকা

জাপানে ৩৫ শতাংশ সম্পর্কের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে, জার্মানিতে ৩৮ শতাংশ সম্পর্ক ভেঙে যায় এবং ব্রিটেনে এই সংখ্যা ৪১ শতাংশ। অন্যদিকে, চীনে ৪৪ শতাংশ বিয়ে শেষ হয় ডিভোর্সের মাধ্যমে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৪৫ শতাংশ, ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে ৪৬ শতাংশ সম্পর্ক কাজ করে না। এ ছাড়া লুক্সেমবার্গে ৭৯ শতাংশ বিয়েই সারাজীবন থাকে না। শুধু তাই নয়, পরিসংখ্যানের ৭৩ শতাংশ বিবাহবিচ্ছেদ হয় রাশিয়ায় এবং ৭০ শতাংশ বিয়ে ভেঙে যায় প্রতিবেশী দেশ ইউক্রেনে।