লন্ডন, ১২ সেপ্টেম্বর: করোনার টিকার ট্রায়াল বন্ধ হয়ে যাওয়ার একদিন পর ফের শুরু হল অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল। টিকা সম্পূর্ণ সুরক্ষিত। আর কোনও সমস্যা নেই ঘোষণা করল ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রজেনেকা। অক্সফোর্ডের (Oxford) টিকার ট্রায়াল আবার শুরু হয়ে গেল ব্রিটেনে (London)। অ্যাস্ট্রজেনেকা জানিয়েছে, মেডিসিন হেলথ রেগুলেটরি কমিটির অনুমোদন পেয়েই ফের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।
বৃহস্পতিবার মাঝপথেই কোভিড-১৯ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ করে দেয় অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca COVID-19 Vaccine)। জানা গিয়েছে, ট্রায়ালের পরে কোনও স্বেচ্ছাসেবক অজানা অসুস্থতায় ভুগতে শুরু করায় বন্ধ করে দেয় পরীক্ষামূলক প্রয়োগ। এর বেশি কোনও কিছু প্রকাশ্যে আনেনি অ্যাস্ট্রাজেনেকা। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ হওয়ার খবর প্রথম দেয় স্বাস্থ্য সম্পর্কিত খবরের সাইট STAT। জানানো হয় ভ্যাকসিনের এই সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া ইংল্যান্ডে আগেই শুরু হয়েছে। এরপরেই অ্যাস্ট্রাজেনেকার তরফে সংস্থার মুখপাত্র ভ্যাকসিনের আমেরিকা ও অন্যান্য দেশে পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেন। ভ্যাকসিনের বড়সড় পরীক্ষামূলক প্রয়োগের জন্য গতমাসের শেষের দিকে অ্যাস্ট্রাজেনেকা মার্কিন মুলুকে ৩০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করে। আরও পড়ুন, অসুস্থ স্বেচ্ছাসেবক, কোভিড-ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে সাময়িক বিরতি অ্যাস্ট্রাজেনেকার
অক্সোফোর্ডের তৈরি এই ভ্যাকসিন ইতিমদ্যেই ব্রিটেনের হাজার জনের উপরে প্রয়োগ করা হয়েছে। ভারতেও টিকার পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ করে দিয়েছিল সিরাম ইনস্টিটিউট। অন্যদিকে এবার ভারতেও শুরু হবে রাশিয়ার করোনাভাইরাস ভ্যাকসিন স্পুটনিক ভি-এর (Sputnik V) পরীক্ষামূলক প্রয়োগ। চলতি মাসে যাতে এই পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই ভারতের সঙ্গে কথাবার্তা শুরু করেছে রাশিয়া।