Chirag Paswan (Photo Credit: Instagram)

বিহার বিধানসভা ভোটের আগে নির্বাচনে লড়ার কাজ সেরে ফেলছেন এলজিপি নেতা পশুপতি কুমার পরশ। ভাইপো চিরাগ পাসোয়ানকে আর খালি জমি না ছেড়ে ময়দানে নামছেন পরশ। বিজেপির 'অফারে'সাড়া দিয়ে মূল প্রতিপক্ষ ভাইপো চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে প্রার্থী দেননি লোক জনশক্তি পার্টির শীর্ষ নেতা তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি। এর ফলে লোকসভায় বিহারে প্রত্য়াশিত সংখ্যক আসন পেতে অসুবিধা হয়নি বিজেপি ও এনডিএ-র। কিন্তু এবার এনডিএ-র ভোটব্যাঙ্কে আঁচড় করার সম্ভাবনা তৈরি হচ্ছে পশুপতি ভোট দাঁড়ানোর সিদ্ধান্তে। কারণ পশপুতি প্রার্থী দিলে তা বিহারে এনডিএ-র মাঝারি শরিক এলজিপি (রামবিলাস)-র ভোট কেটে তা প্রতিপক্ষকে সুবিধা করে দেবে।

কাকা বনাম ভাইপো

গত বছর লোকসভা ভোটে ভাইপো চিরাগ পাসোয়ানের দারুণ ফলের পর অনেকটা পিছনের সারিতে চলে গিয়েছেন পরশ। তবে আবার পুরনো ছন্দে ভাইপোকে পিছনে সারিতে ঠেলে নিজে মধ্যমণি হতে চাইছেন রামবিলাস পাসোয়ানের ভাই। বিহারে এনডিএ জোটে বিজেপির সঙ্গে আছে নীতীশ কুমারের জেডি (ইউ), এলজিপি (রামবিলাস), হিন্দুস্থান আওয়ামি মোর্চা (হাম) ও রাষ্ট্রীয় লোক সমতা পার্টি।

কাকে বাছবে বিজেপি

এবার আসন সমঝোতার সময় বিজেপিকে এলজিপির যুযুধান দুই পক্ষ- রামবিলাস ও পশুপতির মধ্যে একজনকে বেছে নিতে হবে। অতীতে পশুপতিকে বাছলেও এখন চিরাগ পাসোয়ানই মোদী-অমিত শাহ-র অনেকটা কাছের পাত্র। দলিত সম্প্রদায়ের এক দলের সঙ্গে জোট বাঁধার প্রস্তুতি নেওয়া পশুপতি তাহলে কি তেজস্বী যাদবের আরজেডি-কংগ্রেস বামেদের I'NDIA' জোটে আসবেন? আগামী অক্টোবরে নীতীশ কুমারের বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।