RR beats CSK. (Photo Credits:X)

RR vs CSK, IPL 2025: ফের রয়্যালসে পরাস্ত কিংসরা। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু-র পর এবার রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংসের। রবিবার গুয়াহাটিতে চেন্নাইকে ৬ রানে হারাল রাজস্থান। শেষের দিকে ধোনির কাছে সুযোগ ছিল দলকে জেতানোর। নীতীশ রানা (৩৬ বলে ৮১) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (৪/৩৫)-র দুরন্ত স্পেলের কাছে হারল চেন্নাই। প্রাক্তন নাইট রানার দুরন্ত ইনিংসের সৌজন্যে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রচিন রবীন্দ্র(৪) উইকেট হারায় চেন্নাই। রাহুল ত্রিপাঠি (২৩), শিবম দুবে (১৮)-রাও সেট হওয়ার মুখে আউট হয়ে যান। বিজয় শঙ্করের (৪) আউটের পর আরও চাপে পড়ে যায় চেন্নাই। নিয়মিত উইকেট হারানোর পাশাপাশি চেন্নাইয়ের সমস্যা ছিল, রানের গতি তেমন বেশী ছিল না।

ভাল খেললেন অধিনায়ক ঋতুরাজ

একের পর এক আউটের মাঝে অন্যপ্রান্তে দারুণ খেলা অধিনায়ক ঋতুরাজ গায়কোয়েড় (৪৪ বলে ৬৩) ফিরে যেতেই চেন্নাইয়ের হাত থেকে ম্যাচ অনেকটাই বেড়ে যায়। শেষ পর্যন্ত অত্যন্ত কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করার দায়িত্ব যায় দুই বুড়ো- ধোনি ও রবীন্দ্র জাদেজার ওপর।

রয়্যালসের কাছে হার কিংসের

হাসারাঙ্গার দুরন্ত স্পেল

শেষ দু ওভারে সিএসকে জিততে হলে করতে হত ৩৯ রানে, ক্রিজে ছিলেন ধোনি-জাদেজা। কিন্তু একটা বাউন্ডারি ও একটা ওভার বাউন্ডারি হাঁকিয়ে ধোনি (১১ বলে ১৬) আশা জাগালেও শেষে পর্যন্ত পারলেন না। একেবারে শেষে জাদেজা (২২ বলে ৩২) ও জেমি ওভারটন (৪ বলে ১১) কিছু ভাল শট খেলে জয়ের ব্যবধানটা অনেকটা কমিয়ে আনেন।