Panjab University Stabbing Case During Masoom Sharma Concert (Photo Credits: X)

চণ্ডীগড়, ৩০ মার্চঃ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের (Panjab University) ছাত্র উৎসবে একটি কনসার্ট চলাকালীন ঘটল অপ্রীতিকর ঘটনা। অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির চালানো ছুরির হামলায় প্রাণ গিয়েছে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার। ছুরির ঘায়ে জখম হয়েছেন আরও তিনজন।

শুক্রবার রাতে চণ্ডীগড়ে (Chandigarh) পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ছাত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মঞ্চে গান গাইতে উঠেছিলেন হরিয়ানার গায়ক মাসুম শর্মা (Masoom Sharma)। জোরে জোরে বাজছে সাউন্ড বক্স। অনুষ্ঠানের জন্য বিপুল সংখ্যক ছাত্র জড়ো হয়েছিল সেখানে। একদিকে চলছে কনসার্ট আর অন্যদিকে মঞ্চের পিছনে ধ্বস্তাধস্তি কাণ্ড বাধল। ক্যাম্পাসের অন্দরে দুটি দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেখানেই এক অজ্ঞাতপরিচয়ের যুবক বিশ্ববিদ্যালয়ের চার পড়ুয়ার উপর ছুরির হামলা চালায়। রাত সাড়ে ৯টার দিকে ঘটেছে হাতাহাতির ঘটনা। কনসার্টে উচ্চ-স্বরে স্পিকার বাজতে থাকায় প্রাথমিকভাবে গোলমালের আওয়াজ কারুর কানে পৌঁছয়নি। তবে চার পড়ুয়া রক্তাক্ত হতেই ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভীত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালিয়ে যেতে বাধ্য হয়। অনুষ্ঠানস্থলে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও আক্রমণকারীরা বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

একদিকে চলছে কনসার্ট, অন্যদিকে বিশৃঙ্খলাঃ

আহত চার পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তৎক্ষণাৎ। চিকিৎসা চলাকালীন মারা যান আদিত্য ঠাকুর নামের এক পড়ুয়া। দ্বিতীয় বর্ষের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র আদিত্য হিমাচল প্রদেশের নালাগড়ের বাসিন্দা। তবে পড়াশোনার জন্যে পাঞ্জাবের তালওয়ারে একাই থাকতেন। দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুই ছাত্রের নাম আমান এবং আরিয়ান। একজনের কাঁধের কাছে এবং অপরজনের ডান উরুতে হাঁটুর উপরে গুরুতর আঘাত লেগেছে। তৃতীয় আহত ছাত্রের পরিচয় এখনও অজানা।

ঘটনার জেরে এখনও অবধি কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চণ্ডীগড় উত্তরের ডিএসপি উদয়পাল সিং বলেন, বিশ্ববিদ্যালয় কনসার্টে দর্শক সংখ্যা ৯,০০০ থেকে ১০,০০০ এর মধ্যে হলেও কোনও পূর্ব পরিদর্শন করা হয়নি এবং এর নিরাপত্তা ব্যবস্থাও অপর্যাপ্ত ছিল।