Donald Trump On Hamas (Photo Credit: X)

দিল্লি, ২১ জানুয়ারি: মার্কিন যুক্তারাষ্ট্রে ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। ৭৮ বছর বয়সী ট্রাম্পের অভিষেক  আমেরিকার প্রেসিডেন্ট পদে হওয়ার সঙ্গে সঙ্গে এবার ফের ইজরায়েলি পণবন্দিদের (Israel) ফের ছাড়ার সিদ্ধান্ত নিল হামাস। আগামী শনিবার ইজরায়েলি পণবন্দিদের আরও একদফা ছাড়বে বলে হামাস (Hamas) জানিয়েছে। ২৫ জানুয়ারি হামাসের কবল থেকে মুক্তি পাবে আরও বেশ কয়েকজন ইজরায়েলি পণবন্দি। পরপর ৯০ জন পণবন্দিকে হামাস এবার মুক্ত করবে বলে প্যালেস্তিনীয় (Palestine) জঙ্গি গোষ্ঠীর তরফে জানা যাচ্ছে।

প্রসঙ্গত শপথের আগেই ট্রাম্প জানিয়েছিলেন, এবার মধ্যপ্রাচ্যের রূপ বদলে যাবে। হামাস যদি ইজরায়েলি পণবন্দিদের মুক্ত না করে, তাহলে চরম ভুগতে হবে বলেও হুমকি দেন ট্রাম্প। ওই ঘটনার পরপরই হামাস প্রথম দফায় ৩ পণবন্দিকে মুক্ত করে। এবার আগামী ২৫ জানুয়ারি আরও কয়েকজন পণবন্দিকে মুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Donald Trump-Melania Trump's Kissing Video: স্ত্রী মেলানিয়ার ঠোঁট, গাল স্পর্শ করতে গিয়েও থামলেন ট্রাম্প, ভাইরাল মার্কিন প্রেসিডেন্টের 'এয়ার কিস মোমেন্ট', দেখুন

শপথের আগেই ট্রাম্প ইউক্রেন, রাশিয়ার যুদ্ধ নিয়েও মুখ খোলেন। এবার ইউক্রেনে যুদ্ধ বন্ধ হবে বলে স্পষ্ট জানান ট্রাম্প। অর্থাৎ নাম না করেই রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্প কার্যত কড়া অবস্থান নিতে চলেছেন বলে আন্তর্জাতিক মহল মনে করছে।

এসবের পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধকে তিনি রদ করবেন বলেও নিজের ভাষণে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।