দিল্লি, ১৩ নভেম্বর: এবার হেজবুল্লা (Hezbollah) হামলা চালাল ইজরায়েলের (Israel) একটি কিন্ডারগার্টেন স্কুলে (School)। ইজরায়েলের একটি ছোটদের স্কুলে আছড়ে পড়ে হেজবুল্লার ড্রোন। ইজরায়েলের স্কুল থেকে বাচ্চাদের বের করার আগে কোনও সাইরেন শুনতে পাননি সেখান শিক্ষিকা। তবে কান পেতে ওই কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা সাইরেন শোনার চেষ্টা করেন। খুব আস্তে সাইরেন বাজে, যা সবার কানে পৌঁচ্ছিল না। তবে ওই শিক্ষিকা সঙ্গে সঙ্গে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের সেখান থেকে উদ্ধার করে বোমা থেকে রক্ষা করার যে আস্তানা সেখানে পাঠিয়ে দেন। তাড়াহুড়ো করে স্কুলের সব বাচ্চাদের সরিয়ে দেন ওই শিক্ষিকা। স্কুল থেকে শিশুদের সরানোর কয়েক মুহূর্তের মধ্যে সেখানে হেজবুল্লার ড্রোন আছড়ে পড়ে। গোটা স্কুল তছনছ হয়ে যায় ড্রোনের আঘাতে। কয়েক মুহূর্তের মধ্যে গোটা কিন্ডারগার্টেন স্কুলটি ধংসস্তূপে পরিণত হয়। তবে কোনও প্রাণহানির আগেই সেখান থেকে ওই শিক্ষিকা সব পড়ুয়াদের সরিয়ে দেওয়ায় হতাহতের কোনও খবর মেলেনি। ফলে ওই ঘটনার পর গোটা ইজরায়েল জুড়ে সংশ্লিষ্ট শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানাতে শুরু করেন মানুষ।
দেখুন কীভাবে ইজরায়েলের কিন্ডারগার্টেন স্কুলটি ধংসস্তূপে পরিণত হয়...
This is the result of a Hezbollah drone strike on a kindergarten in northern Israel today.
MIRACULOUSLY, thanks to the kindergarten teacher who rushed the children into a bomb shelter, no one was hurt. However, this could have ended very differently.
Those who harm the people… pic.twitter.com/jmTohraDEY
— Israel ישראל (@Israel) November 12, 2024
এই সেই শিক্ষিকা যিনি হেজবুল্লার হামলা থেকে শিশুদের রক্ষা করেন...
This happened today very close to my work. Kindergarten teacher Sarah Yassour heard very quiet siren, from another area. In spite of no siren in her area, Sarah decided to take the children (who were in the yard) to the shelter.
Moments later Hezbollah drone crashed right next… pic.twitter.com/qoJEJENcXC
— lelemSLP (@lelemSLP) November 12, 2024
তবে কেন ড্রোন হামলার আগে সাইরেন বাজল না, তা খতিয়ে দেখছে ইজরায়েল। কী কারণে হেজবুল্লা ড্রোন ছাড়ার সঙ্গে সঙ্গে মানুষ সতর্ক হতে পারলেন না, গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে সেনা বাহিনী।