মালদা, ১৯ ফেব্রুয়ারি: মাধ্যমিকের (Madhyamik Exam 2020) ইংরেজি প্রশ্নপত্রের (English Question Paper) ভিডিও করে টিকটকে (TikTok) ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল এক পরীক্ষার্থীকে। বুধবার দুপুরে তাকে গ্রেফতার করেছে মালদার (Malda) রতুয়া থানার পুলিশ। এত কড়াকড়ি সত্ত্বেও কীভাবে একজন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ইন্টারনেট বন্ধ করেও মাধ্যমিকের প্রশ্ন আগলে রাখা যাচ্ছে না। আজ ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা৷ পরীক্ষা শুরু হতেই হোয়াটস অ্যাপে ঘুরে বেড়াতে থাকে প্রশ্ন৷ সোশাল মিডিয়াতেও চলছে শেয়ার করা৷ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে সেই সময় জানায় মধ্যশিক্ষা পর্ষদ৷
ধৃত ছাত্রের নাম শেখ ওসমান। তার বাড়ি রতুয়া থানার বাহারাল এলাকায়। ওই পরীক্ষার্থী বাহারাল পিএলএস হাইস্কুলের ছাত্র। এ বছর ওই স্কুলের পরীক্ষাকেন্দ্র ছিল সামসি গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুর হাইস্কুলে। পরীক্ষা শুরু হতেই অভিযুক্ত ছাত্র মোবাইল থেকে ইংরেজি প্রশ্নপত্রের ছবি তুলে টিকটকে এডিট করে তাতে হিন্দি গান মিশিয়ে পোস্ট করে। সেই সময় ওই পরীক্ষার্থীকে ধরে ফেলে এক শিক্ষক গার্ড দেওয়ার সময়। তারপরই ওই পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত মাধ্যমিক পরীক্ষার্থীকে বৃহস্পতিবার মালদা জুভেনাইল কোর্টে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি ওই পরীক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা শিক্ষা দফতর সূত্রের খবর। আরও পড়ুন: Madhyamik Exam 2020: মাধ্যমিকের দ্বিতীয়দিনে ইংরেজি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা শুরুর ২০ মিনিটে ভাইরাল টিকটকে
এই ঘটনার পরই পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়। তারা পরীক্ষা কেন্দ্রগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলে। পুলিশ সুপার অলোক রাজোরিয়া নিজে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তায় ফাঁক থাকার বিষয়ে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ডের এক শীর্ষ সূত্র অবশ্য জানিয়েছে যে লিক হওয়া ভিডিওতে খুব কম প্রশ্ন মূল ইংরেজি প্রশ্নপত্রের সঙ্গে মিলেছে। এছাড়া ছড়িয়ে পড়া প্রশ্নপত্রে বোর্ডের লোগো ছিল না।
মঙ্গলবার দুপুর বারোটায় রাজ্যজুড়ে পরীক্ষা শুরুর পরপরই বাংলা প্রশ্নপত্রের দুটি পেজের ছবি ভাইরাল হয়ে যায়। গত বছরও পরীক্ষার সময় বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ও গণিতের প্রশ্নপত্র সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও বোর্ড ও শিক্ষামন্ত্রী জানান, কোনও প্রশ্ন ফাঁস হয়নি।