কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: আজ মাধ্যমিকের ইংরেজি ভাষার পরীক্ষা। দ্বিতীয়দিনেও ফাঁস হল প্রশ্নপত্র। টিকটক করে মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠল মালদায়। এই প্রশ্নপত্র এখন রীতিমতো ভাইরাল। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার সামসিতে। প্রশ্নপত্র ফাঁসের (Question Leaked) অভিযোগে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। অভিযোগ ওঠে পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই 'বর্ষা' নামে একটি টিকটক প্রোফাইল থেকে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। সেই টিকটক ভিডিও দেখে একজনকে আটক করে পুলিশ।
গতকালই বাংলা পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রথম ভাষা বাংলার প্রশ্নপত্র । এমনটাই অভিযোগ উঠেছিল। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হৈ হৈ পড়ে গিয়েছিল। কিন্তু এই ঘটনা নাকি নজরগোচরই হয়নি পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলির (Kalyanmoy Ganguly)। প্রতিক্রিয়া জানিয়ে এমনটাই তিনি জানিয়েছিলেন মঙ্গলবার।
আরও পড়ুন, কেওড়াতলায় গান স্যালুটে শেষ বিদায় তাপস পালকে
গতবছর মাধ্যমিক পরীক্ষার প্রায় প্রতিটি প্রশ্নই ফাঁস হয়ে গিয়েছিল।মঙ্গলবার থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। উত্তেজনা, উৎকণ্ঠা ভয় তো ছিলই। সেসবের মধ্যে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হল বিতর্ক (Controversy)। প্রশ্নফাঁস রুখতে পরীক্ষা চলাকীলান ৪৩ টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। কিন্তু শেষমেষ গিয়েও প্রশ্নফাঁসের অভিযোগকে ঘিরে প্রশ্নের মুখে মধ্যশিক্ষা পর্ষদ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।