কলকাতা, ৮ এপ্রিল: রজব মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। শুক্রবার থেকে শুরু হবে শাবান মাস গণনা। এই হিসেবে আজ অর্থাৎ বুধবার আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলের পর রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত। মুসলিমদের একটি পূণ্যময় রাত। এই রাতকে লাইলাতে বরাত বলা হয়। সংখ্যালঘুদের এই অনুষ্ঠানের প্রাকলগ্নে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্য়ানার্জি (Mamata Banerjee)। মমতা টুইটে বলেন, "আজ প্রার্থনার রাত। সকলের প্রার্থনা পূর্ণ হোক। শবেবরাত মুবারক।" আরও পড়ুন: Shab-E-Barat 2020 Wishes in Bengali: শবে বরাত উৎসবের দিনে আপনার আত্মীয়স্বজন, পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নিন
Tonight is a night of prayers. May all your prayers be accepted. Shab E Barat Mubarak
আজ প্রার্থনার রাত। সকলের প্রার্থনা পূর্ণ হোক। শবেবরাত মুবারক
— Mamata Banerjee (@MamataOfficial) April 8, 2020
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, লেবানন, ইরান, আজারবাইজান, তুরস্ক, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিজস্তান-এ মধ্য শাবান উদযাপিত হয়। সালাফি আরবগণ এই দিনটি পালন করে না, তাদের মতে এইরাতে বিশেষ কোনো ইবাদাতের নির্দেশ নেই। আরব বিশ্বে, সুফি ঐতিহ্যের আরবেরা ও শিয়ারা এই উৎসব পালন করে। আরও পড়ুন: Shab-E-Barat 2020 Wishes in Bengali: শবে বরাত উৎসবের খুশির দিনে আপনার আত্মীয়স্বজন, পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নিন এই শুভেচ্ছাপত্রগুলি
ইরানে বারো ইমাম শিয়ারা শিয়া মতবাদের দ্বাদশ ইমাম মাহদির জন্মদিন হিসেবে এই দিনটি পালন করে। এই রাতে ইরানের সর্বত্র আলোক সাজসজ্জা করা হয়, দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। ইরাকে এই দিনে বাচ্চারা প্রতিবেশীর বাড়ি গেলে তাদেরকে মিষ্টিমন্ডা খেতে দেওয়া হয়। ইরাকি কুর্দিস্তান ও আফগানিস্তানের সুন্নি মুসলিমগণ রমযানের ১৫ দিন আগে এই পবিত্রদিন পালন করেন। বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে শবে বরাত উপলক্ষে প্রতিটি বাড়িতে আয়োজন করা হয় বিভিন্ন স্বাদের খাবার। এসবের মধ্যে রয়েছে রুটি, বিভিন্ন রুচির হালুয়া, সুজি, মিষ্টি।