
বাড়ি থেকে বেরিয়েছিল অপরিচিত যুবক, আর সেই কথাই রটে গোটা গ্রামে। তারপরেই গ্রামের মাতব্বররা পরকীয়ার বদনাম দেয় ওই মহিলার ওপর। এমনকী বিদ্যুতের খুঁটিতে বেধে মারধর করা হয় তাঁকে। আর তারপরেই অপমানে আত্মঘাতী হন ওই গৃহবধূ। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শ্যামপুরে। জানা যাচ্ছে, বাড়ির মধ্যেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মহিলার দেহ। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যদিও এটা শুধুই আত্মহত্যার ঘটনা নাকি খুন, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
পরকীয়া সন্দেহে মহিলাকে মারধর
জানা যাচ্ছে, ওই মহিলার স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। আর তাঁর শ্বশুরবাড়ি হাওড়ার শ্যামপুর এলাকায়। দিনকয়েক আগে সেই বাড়ি থেকেই এক অজ্ঞাত পরিচয়ের যুবককে বেরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। মুহূর্তের মধ্যেই এলাকায় রটে যায় যে ওই গৃহবধূ পরকীয়া করছেন। আর তারপরেই যুবক ও মহিলাকে একটি বিদ্যুতের খুঁটিতে বেধে মারধর করেন স্থানীয়রা। আর সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
এই ঘটনার পরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই মহিলা। অবশেষে শনিবার মহিলার পরিবারের লোকেরাই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থা তাঁর দেহ উদ্ধার করেন। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।