কলকাতা, ৪ সেপ্টেম্বর: Om Prakash Mishra joins TMC। জুলাইয়ের গোড়ায় প্রদেশ কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সোমেন মিত্র- অধীর চৌধুরী-দীপা দাশমুন্সিদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তখন একটা জল্পনা ছিল। সেটাই সত্যি হল। কংগ্রেসের দীর্ঘদিনের পোড় খাওয়া নেতা ওমপ্রকাশ মিশ্র দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। রাজ্য রাজনীতির দলবদলের রাজনীতির প্রবল হাওয়ায় এ এক নতুন যোগ।তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, মহাসচিব পার্থ চ্যাটার্জি, মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে জোড়া ফুল শিবিরে নাম লেখালেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র।
বিজেপি বিরোধী আন্দোলনে ওম প্রকাশের মত শিক্ষিত, অভিজ্ঞ, স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে কাজে লাগাতে চান মমতা ব্যানার্জি। তাই লোকসভায় সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট না হওয়ায় হাত শিবিরের বড় পদ ছাড়া ওমপ্রকাশকে কাছে টানলেন দিদি। আরও পড়ুন-সারদা-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নেওয়া অর্থ ইডি-কে ফেরত দিলেন শতাব্দী রায়
তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে টিভি চ্যানেলে নিয়ম করে মমতা ব্যানার্জি-র সরকারের বিরুদ্ধে বলে গিয়েছেন ওমপ্রকাশ। ২০১৪ লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে বালুরঘাটে প্রার্থী হয়েছিলেন। এরপর ২০১৬ সালে সোনিয়া গান্ধীকে চিঠি লিখে তিনি জানিয়েছিলেন, কংগ্রেস-সিপিএম জোট হলে মমতা ব্যানার্জি-কে সিংহাসন থেকে সরানো যাবে। সেসব অতীত ভুলে ওমপ্রকাশে দলে নিল তৃণমূল।
কংগ্রেসের অনেক খারাপ সময়েও দল ছেড়ে যাননি তিনি। ১৯৮৬ সাল থেকে কংগ্রেস করা ওমপ্রকাশ ২০০৬ বিধানসভায় যাদবপুরে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। ২০১৬ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রে কংগ্রেস ওম প্রকাশকেই দাঁড় করাতে চেয়েছিল। তবে একদম শেষ মুহূর্তে কংগ্রেসের টিকিটে লড়েন দীপা দাশমুন্সি।
Congress leader Om Prakash Mishra joins TMC in presence of West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/CcXAl7VZ1g
— ANI (@ANI) September 4, 2019
কলকাতার টিভি চ্য়ানেলগুলোতে তিনিই ছিলেন কংগ্রেসের প্রধান নিয়মিত মুখ। রাজ্যের কোনও ঘটনায় কংগ্রেসের প্রতিক্রিয়া মানে ওমপ্রকাশ ছিলেন কমন মুখ। মালা রায়ের পর কলকাতায় কংগ্রেসের হয়ে লড়াই করা আরও এক নেতা তৃণমূলে এলেন। তবে মালা রায় এসেছিলেন তৃণমূলের ভাল সময়। ওমপ্রকাশ এলেন দিদির কঠিন সময়ে।