সারদা-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নেওয়া অর্থ ইডি-কে ফেরত দিলেন শতাব্দী রায়, ৩০ লক্ষ ৬৪ হাজার টাকা ড্রাফটে ফেরালেন অভিনেত্রী-সাংসদ
শতাব্দী রায়। (Photo Credits: IANS)

কলকাতা, ৪ সেপ্টেম্বর: Saradha Chit Fund Scam: সারদা-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নেওয়া টাকা ফেরত দিয়ে দিলেন বীরভূমের তৃণমূলের অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। গত জুলাইয়ে ইডি-র কাছে চিঠি লিখে শতাব্দী জানিয়েছিলেন তিনি টাকা ফেরত দেবেন। সেইমত বীরভূমের সাংসদ ইডি-র কাছে টাকা ফেরালেন। ড্রাফটের মাধ্যমে ইডির কাছে মোট টাকা ৩০ লক্ষ ৬৪ হাজার টাকা ফেরত দেন শতাব্দী। এর আগে ২০১৫ সালে মিঠুন চক্রবর্তী সারদার থেকে নেওয়া ১ কোটি ১৯ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছিলেন।

সারদা-র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ৪২ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু টিডিএস কেটে নেওয়ার পর, তিনি সারদা-র কাছে হাতে যা পেয়েছিলেন তার সবটাই ফেরত দিয়ে দিলেন বলে জানান। তদন্তকারীদের কাছে লেখা চিঠিতে শতাব্দী রায় জানিয়েছিলেন, সারদার সঙ্গে চুক্তি বাবদ তিনি যে টাকা নিয়েছিলেন, তা ফেরত্ দিয়ে দিতে চান। যাতে ওই টাকা আমানতকারীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়। অনেকের প্রশ্ন, লোকসভা ভোটের পর তদন্তের চাপ বাড়ার পরেই অনেক শতাব্দী টাকা ফেরত দিতে চাইলেন! আগেই তিনি কেন এমন কাজ করলেন না। আরও পড়ুন-হাসপাতালে ভর্তি অমিত শাহ

TMC leader Satabdi Roy returns her remuneration that she got as a brand ambassador from Saradha Group, to Enforcement Directorate. The amount returned is excluding taxes. Roy and other TMC leaders have been summoned by CBI and ED in connection with the Saradha scams.

কিছু দিন আগে সারদাকাণ্ডে শতাব্দীকে সিজিও দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডি-র তলব প্রসঙ্গে শতাব্দী টাকা ফেরতের সিদ্ধান্ত মনস্থির করেছিলেন। যে টাকা নিয়ে এত তদন্ত, এত গরমিলের অভিযোগ। ইডি-সিবিআইয়ের তদন্তের চাপের সামনে সেই সারদার টাকা ফেরত দিতে চেয়েছিলেন তৃণমূলের অভিনেত্রী -সাংসদ শতাব্দী রায় (MP Satabdi Roy)। ইডিকে চিঠি দিয়ে সারদা (Saradha Chit Fund) র টাকা ফেরত দেওয়ার কথা জানালেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী।