নয়াদিল্লিঃ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ( India-Bangladesh Border Area) ৪৬ কিলোমিটার এলাকা জুড়ে পার্থেনিয়াম (Parthenium) নির্মূল কর্মসূচিতে সামিল বিএসএফ জওয়ানরা। তাঁদের সঙ্গে হাতে হাত লাগিয়েছেন এলাকাবাসী। এলাকার ৪৬ কিলোমিটার পর্যন্ত চলেছে এই পার্থেনিয়াম নির্মূল অভিযান। নদিয়ার (Nadia) সীমান্ত এলাকা বরাবর হালদার পাড়া,বিজয়পুর, নলুয়াপাড়া, রান্দিপুর এলাকার বিভিন্ন স্থানে রাস্তার ধারে গজিয়ে ওঠা পার্থেনিয়াম গাছ নির্মূল করা হয় এদিন। এই পার্থেনিয়ামের ক্ষতিকারক দিক সম্পর্কে এলাকাবাসীর মধ্যে সচেতনতা ছড়ানোর চেষ্টা করেন বিএসএফ (BSF)-এর ৩২ নং ব্যাটেলিয়ানের প্রধান সুজিত কুমার। তিনি বলেন, "রোজ সকালে ২ ঘণ্টা এই কাজ করছে আমার দল। আর সারাদিনে কোথাও এই ধরনের ক্ষতিকারক গাছ চোখে পড়লেও উপড়ে ফেলা হচ্ছে। এই অভিযানের মাধ্যমে খুব শীঘ্রই এই এলাকাকে পার্থেনিয়াম মুক্ত করার চেষ্টা জারি থাকবে।"এক গ্রামবাসী বলেন, "আমাদের গ্রামের নানা জায়গায় এই পার্থেনিয়াম গাছ গজিয়ে উঠেছে। বিএসএফ জওয়ানদের সঙ্গে কোমর বেঁধে এই ক্ষতিকারক গাছ উপড়ে ফেলছি আমরা।" প্রসঙ্গত, এই পার্থেনিয়াম জমির জন্য খুবই ক্ষতিকারক। জমিত উর্বরতাকে একেবারে শেষ করে দেয় এই ক্ষতিকারক গাছ। পার্থেনিয়ামে রয়েছে ‘পার্থেনিন’ নামক ক্ষতিকর রাসায়নিক উপাদান যা এক ধরনের বিষ।
বিএসএফ জওয়ানদের সঙ্গে হাতে হাত লাগিয়েছেন এলাকাবাসী
The @BSF_India has launched a novel program to eradicate Parthenium across a 46-km stretch of the India-Bangladesh border area.
Report: Anupam Modak @airnews_kolkata pic.twitter.com/8zH5OUbcIB
— All India Radio News (@airnewsalerts) June 11, 2024