চলচ্চিত্র পরিবারে জন্ম রানি মুখার্জির (Rani Mukerji), সাল ১৯৭৮, ২১ মার্চ। তাঁর বাবা ছিলেন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক তথা প্রযোজক রাম মুখার্জি (Ram Mukerji)। বাবার হাত ধরেই অভিনয়ে অভিষেক রানির। ১৯৯৬ সালে বাবার পরিচালনায় মাত্র ১৮ বছর বয়সে বাংলা ছবি 'বিয়ের ফুল' দিয়ে অভিনয় জগতে পা রাখেন রানি। ঠিক তার পরের বছর ১৯৯৭ সালে 'রাজা কি আয়েগি বারাত' (Raja Ki Aayegi Baraat) ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় রাম-কন্যার। তবে সেই ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। এরপর ১৯৯৮ সালে করণ জোহার পরিচালিত 'কুছ কুছ হোতা হ্যায়' (Kuch Kuch Hota Hai) রানিকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। এরপর যত সময় এগিয়েছে নিজের নামের স্বার্থকতা ধরে রেখেছেন অভিনেত্রী।
নিজের অভিনয় দক্ষতা দিয়ে রানি হয়ে উঠেছেন দর্শকদের মনের 'রানি'। তাঁর ছবির সংখ্যা নেহাতই কম নয়। পর্দা ভাগ করে নিয়েছেন তাঁর সময়কালের প্রায় সব সুপারস্টার নায়কের সঙ্গে। তাঁর দখলে রয়েছে সাতটি ফিল্মফেয়ার পুরস্কার (Filmfare Award)। আজ ২১ মার্চ রানি মুখার্জির ৪৭'তম জন্মদিনে চলুন জেনে নেওয়া যাক, কোন সাতটি ছবির জন্যে নায়িকা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। ছবিগুলো কোন ওটিটি মঞ্চে দেখতে পারেন।
১) কুছ কুছ হোতা হ্যায়, ১৯৯৮ (Kuch Kuch Hota Hai)

ফিল্মফেয়ার - সেরা সহ-অভিনেত্রী
ওটিটি মঞ্চ - নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিয়ো
২) সাথিয়া, ২০০২ (Saathiya)

ফিল্মফেয়ার - সেরা অভিনেত্রী (সমালোচক)
ওটিটি মঞ্চ - প্রাইম ভিডিয়ো
৩) হাম তুম, ২০০৪ (Hum Tum)

ফিল্মফেয়ার - সেরা অভিনেত্রী
ওটিটি মঞ্চ - প্রাইম ভিডিয়ো
৪) যুব, ২০০৪ (Yuva)

ফিল্মফেয়ার - সেরা সহ-অভিনেত্রী
ওটিটি মঞ্চ - নেটফ্লিক্স
৫) ব্ল্যাক, ২০০৫ (Black)

ফিল্মফেয়ার - সেরা অভিনেত্রী, সেরা অভিনেত্রী (সমালোচক)
ওটিটি মঞ্চ - নেটফ্লিক্স
৬) নো ওয়ান কিলড জ্যাসিকা, ২০১১ (No One Killed Jessica)

ফিল্মফেয়ার - সেরা সহ-অভিনেত্রী
ওটিটি মঞ্চ - নেটফ্লিক্স
৭) মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, ২০২৩ (Mrs Chatterjee vs Norway)

ফিল্মফেয়ার - সেরা অভিনেত্রী (সমালোচক)
ওটিটি মঞ্চ - নেটফ্লিক্স