Sudiksha Konanki (Photo Credit: Facebook)

দিল্লি, ২১ মার্চ: তাঁদের মেয়েকে মৃত বলে ঘোষণা করা হোক। এবার এমনই জানালেন ডমিনিকান সৈকত থেকে নিখোঁজ হওয়া ছাত্রী (Indian Student) সুদীক্ষা কোনঙ্কির বাবা-মা। গত ৬ মার্চ থেকে খোঁজা হচ্ছে সুদীক্ষা কোনাঙ্কিকে। তবে এখনও পর্যন্ত ভারতীয় পড়ুয়ার কোনও খোঁজ মেলেনি। বন্ধুদের সঙ্গে সৈকতে ছুটি কাটাতে গিয়ে কি হঠাৎ উধাও হয়ে গেলেন সুদীক্ষা (Sudiksha Konanki), এমন প্রশ্নই উঠতে শুরু করেছে। মেয়ের খোঁজে দীর্ঘ টানাপোড়েনের পর ক্লান্ত সুদীক্ষার পরিবার। তাই সুদীক্ষাকে যাতে  এবার মৃত বলে ঘোষণা করা হয়, সেই দাবিই জানানো হয় পরিবারের তরফে।

আরও পড়ুন: Indian-Origin Student Missing: শেষবার পানশালায় দেখা যায় সুদীক্ষাকে, বার থেকে বেরিয়েই 'ভ্যানিশ' ভারতীয় বংশোদ্ভুদ ছাত্রী, রহস্যের মোড়কে নিখোঁজ ছাত্রী

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুদীক্ষা ভেসে গিয়েছেন সমুদ্রের জলে। তাই দীর্ঘ খোঁজাখুজির পরও তাঁর খবর মিলছে না। সুদীক্ষার কোনও  ক্রিমিনাল ব্যাকরাউন্ডও নেই। তাঁর বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেও মেলেনি তথ্য। ফলে গূঢ় কোনও রহস্য নয়, সুদীক্ষাকে হয়ত সমুদ্রের জলই টেনে নিয়ে গিয়েছে বলে মনে করছে পুলিশ।

গত ৬ মার্চ বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান সুদীক্ষা কোনাঙ্কি। কোথায় গেলেন ভারতীয় বংশোদ্ভুদ পড়ুয়া, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। আকাশ থেকে জল, প্রায় সর্বত্র সুদীক্ষার খোঁজে তল্লাশি শুরু হয়েও, তাঁর দেখা মেলেনি। সুদীক্ষা কি সৈকত থেকে ভ্যানিশ হয়ে গেলেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। দীর্ঘ খোঁজাখুজির পর এবার তাই সুদীক্ষাকে মৃত বলেই পুলিশ ঘোষণা করে দিক। এমনই চাইছে পরিবার।