
দিল্লি, ১৮ মার্চ: সুদীক্ষা কোনাঙ্কি কোথায় (Sudiksha Konanki) গেলেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ভারতীয় বংশোদ্ভুদ ছাত্রী সুদীক্ষার খোঁজ যখন জোর কদমে শুরু হয়েছে, সেই সময় একটি নয়া ভিডিয়ো প্রকাশ্যে এল। ডোমিনিকান সৈকত থেকে হঠাৎ করে সুদীক্ষা কি হাওয়া হয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
গত ৬ মার্চ বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান সুদীক্ষা কোনাঙ্কি। কোথায় গেলেন ভারতীয় বংশোদ্ভুদ পড়ুয়া, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। আকাশ থেকে জল, প্রায় সর্বত্র সুদীক্ষার খোঁজে তল্লাশি শুরু হয়েও, তাঁর দেখা মেলেনি। সুদীক্ষা কি সৈকত থেকে ভ্যানিশ হয়ে গেলেন, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।
এসবের মাঝে জসুয়া রাইব নামে এক ব্যক্তির বয়ান রেকর্ড করা হয়েছে। সুদীক্ষ নিখোঁজ হওয়ার আগে পানশালায় তাঁকেএকবার দেখা যায়। যেখানে সুদীক্ষা যখন পানশালায় ছিলেন, সেই সময় জসুয়াকে দেখা যায় বাইরে। মদ্যপ জসুয়ার বয়ানও রেকর্ড করা হয়েছে। তারপরও ভারতীয় বংশোদ্ভুদ পড়ুয়ার কোনও খোঁজ মেলেনি।
দেখুন সুদীক্ষার শেষ দেখা মেলে একটি পানশালায়...
View this post on Instagram
জসুয়ার সঙ্গেই শেষবারের মত সুদীক্ষা কোনাঙ্কিকে দেখা যায়। ফলে সুদীক্ষার নিখোঁজ হওয়ার পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে, সে বিষয়ে পুলিশ এনও কোনও সুরাহা করতে পারেনি।