Sudiksha Konanki (Photo Credit: Facebook)

দিল্লি, ১১ মার্চ: ভারতীয় ছাত্রী (Indian Student) সুদীক্ষা কোনাঙ্কিকে শেষবরের মত ডোমিনিকান সৈকতে দেখা যায়।  সুদীক্ষা এরপর ডোমিনিকান সৈকত (Dominican Beach) থেকে কার্যত হাওয়া হয়ে যান। ২০ বছর বয়সী সুদীক্ষা পিটসবুর্গ বিশ্ববিদ্যায়ের ছাত্রী।  ডোমিনিকান রিপাবলিকে পড়াশোনা করা সুদীক্ষা কোথায় গেলেন, তা নিয়ে জোর তল্লাশি শুরু হয়েছে। কিন্তু দীর্ঘ কয়েক ঘণ্টা পরও যখন সুদীক্ষার খোঁজ মেলেনি, সেই সময় তাঁকে অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে তাঁর পরিবার।

সুদীক্ষা কোনাঙ্কিকে শেষবারের মত যিনি দেখেন, তিনি একজন মার্কিন যুবক। বছর ২৪-এর মিস্টার রাইব শেষবারের মত সুদীক্ষাকে দেখেছিলেন ডোমিনিকান সৈকতে। মিলছে এমন খবর।

সুদীক্ষা কোনাঙ্কি সম্প্রতি নিজের বন্ধুদের সঙ্গে সম্প্রতি ছুটি কাটাতে যান ডোমিনিকান সৈকতে। ভোর তিনটে পর্যন্ত পার্টি  করতে দেখা যায় সুদীক্ষা এবং তাঁর বন্ধুদের। এরপর ভোর ৪টে থেকে ৫.৫০ এর মধ্যে সুদীক্ষা বন্ধুদের সঙ্গে সৈকতে যান। তবে সুদীক্ষা একবার গিয়ে ফিরে আসেন রিসর্টে। মিস্টার রাইব নামে এক বন্ধুর সঙ্গে রিসর্টেই ছিলেন তিনি। ফলে মিস্টার রাইবই শেষ মানুষ যিনি সুদীক্ষা নিখোঁজ হওয়ার আগে শেষবারের মত তাঁকে জীবিত অবস্থায় দেখেন।

সুদীক্ষা নিখোঁজ হওয়ার পর থেকে ড্রোন, হেলিকপ্টার সবকিছু নিয়ে ওই ভারতীয় ছাত্রীর খোঁজ চালাচ্ছে পুলিশ।