Priyanka Chaturvedi (Photo Credits: X)

লখনউ, ২১ মার্চঃ উত্তরপ্রদেশের একটি পকসো মামলায় এলাহাবাদ হাই কোর্টের (Allahabad HC) বিতর্কিত রায় ঘিরে এবার প্রশ্ন তুললেন শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী (Priyanka Chaturvedi)। এলাহাবাদ হাইকোর্টের রায়কে পুনরায় পর্যালোচনা করার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, বুকে হাত দেওয়া, পাজামার দড়ি খুলে দেওয়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টায় শামিল নয়, এমন রায়দানের জন্যে হাইকোর্টের বিচারপরতি রামমনোহর নারায়ণ মিশ্রের অবিলম্বে বরখাস্তের আর্জিও জানিয়েছেন চিঠিতে।

সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাসগঞ্জের একটি পকসো মামলার শুনানি হয় এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। দুই যুবকের বিরুদ্ধে এক কিশোরীর স্তনে হাত দেওয়া এবং তার পাজামার দড়ি খুলে দেওয়ার অভিযোগ ওঠে। ২০২১ সালের সেই ঘটনার অভিযোগ দায়ের হয় কাসগঞ্জ থানায়। সেই মামলা এরপর কাসগঞ্জ আদালতে ওঠে। নিম্ন আদালত দুই অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে (POCSO) মামলা রজু করে। নিম্ন আদালত থেকে মামলা এলাহাবাদ হাইকোর্টে পৌঁছয়। সেখানেই বিচারপতি রামমনোহর নারায়ণ মিশ্র জানান, বুকে হাত দেওয়া, পাজামার দড়ি খুলে দেওয়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টায় শামিল নয়। হাইকোর্টের বিচারপতির রায় বিভিন্ন মহলে বিতর্কের জন্ম দিয়েছে।

এলাহাবাদ হাইকোর্টের রায়কে 'ভুল' দাবি করে সরব হয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। এবার একই সুরে আওয়াজ তুললেন শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। হাইকোর্টের রায়ের কেবল বিরোধিতা করলেন তাই নয়। আইনমন্ত্রী এবং দেশের চিফ জাস্টিস অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে হাইকোর্টের বিচারপরতি রামমনোহর নারায়ণ মিশ্রের অবিলম্বে বরখাস্তের আর্জি জানান।