
গরুর দুধ মানেই পুষ্টিগুনে ভরপুর। সেই কারণে সব বয়সী পুরুষ, মহিলা এই দুধপান করেন। এমনকী চিকিৎসকরাও গরুর দুধপানের পরামর্শ দেন। কিন্তু এবার এই গরুর দুধ খেয়েই মৃত্যু হল এক মহিলার। জানা যাচ্ছে, দুধের মধ্যে ছিল ব়্যাবিস (Rabies) ভাইরাস। যে কারণে জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হল মধ্যবয়স্কা ওই মহিলার। ঘটনার পর শোড়গোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, ওই মহিলার পরিবারের আসলে ডেয়ারির ব্যবসা রয়েছে। এবং তাঁদের গরুর দুধ গ্রেটার নয়ডার ওই গ্রামের অনেক পরিবার নিয়ে যায়। ফলে ওই দুধ পান করে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বহু মানুষ।
জলাতঙ্কে আক্রান্ত হন বেশ কয়েকজন গ্রামবাসী
জানা যাচ্ছে, দিনকয়েক আগেই গরুর দুধ পান করেছিলে ওই মহিলা। তিনি ছাড়াও গ্রামের অনেকেই পান করেছেন। তাঁদের মধ্যে কয়েকজনে জলাতঙ্কের উপসর্গ দেখা দেয়। তাঁরা স্থানীয় হাসপাতালে গেলে জানতে পারেন যে তাঁরা জলাতঙ্কে আক্রান্ত। সেই কারণে তাঁদের টিকাও দেওয়া হয়। কমপক্ষে ১০ আক্রান্ত ছিলেন ওই রোগে। আর তাঁরা আপাতত সুস্থ। কিন্তু ফার্মের মালিক এই দাবি মানতে নারাজ। এমনকী ওই মহিলা এই অভিযোগ উড়িয়ে দেয়। তবে কয়েকদিন বাদেই তাঁর মধ্যে উপসর্গ ধরা পড়ে। এমনকী জল দেখলে ভয় পেতেন বলেও জানা যাচ্ছে। তবে সময় পেরিয়ে যাওয়ায় কোনও হাসপাতালেই রোগের চিকিৎসা হয় না। শেষমেশ শুক্রবার বাড়িতেই মৃত্যু হয় তাঁর।
কুকুরের কামড়ে ছড়িয়ে পড়ে জলাতঙ্ক
এদিকে তদন্ত করে জানা যায়, ওই ফার্মের একটি গরুকে দিনকয়েক আগেই একটি কুকুর কামড়ে দিয়েছিল। সেখান থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এমনকী সেই গরুর দুধ বিক্রি করেন ফার্মের মালিক। তবে তাঁরা আন্দাজ করতে পারেননি যে জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারেন অনেকে। আর সেই রোগে মৃত্যু পর্যন্ত হতে পারে পরিবারের সদস্যের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।