বুধবার মর্মান্তিক ঘটনা ঘটল বিহারের দানাপুরে ( (Danapur))। জানা যাচ্ছে, এদিন দুপুরে নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা এক বছর তিনেকের কন্যাসন্তানকে গুলি করে পালালো একদল দুষ্কৃতি। মৃত শিশুর নাম অনুষ্কা কুমারী পরিবারের সদস্যরা দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর পুলিশের দারস্থ হয়েছে মৃতার পরিবার। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এখনও আততায়ীদের কোনও হদিশ মেলেনি বলে খবর। আকষ্মিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
পুলিশসূত্র্রে খবর, দানাপুরের রূপসপুর থানা এলাকার রামজয়পাল নগরের অর্পন ব্যাঙ্ক কলোনীর বাসিন্দা হরিওম কুমার। পেশায় মেডিকেল প্রতিনিধি হরিওম এদিন কাজ সেরে বাইকে করে বাড়ির সামনে আসেন। তারপর দরজায় আওয়াজ করতে তাঁর মেয়ে দরজা খুলে দেয়। মেয়ের হাতে দুধের প্যাকেট ধরিয়ে ঘরের মধ্যে বাইক রাখতে যায়। অন্যদিকে তাঁর স্ত্রী তখন রান্নাঘরে রান্না করছিলেন। এইটুকু সময়ের মধ্যে আচমকাই বাড়ির বাইরে থেকে বন্দুকের আওয়াজ শুনতে পান হরিওম এবং তাঁর স্ত্রী। দৌড়ে বাড়ির সামনে আসতেই তাঁরা দেখেন মেয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুকিয়ে পড়ে আছে।
#WATCH | Bihar: A 3-year-old girl was shot dead in Danapur today.
ASP Deeksha says, "An incident of murder of a 3-year-old girl has come to light. She died during treatment after being shot. She was shot in her chest...A postmortem has been done. FIR has been registered under… pic.twitter.com/pwyHD5cUsU
— ANI (@ANI) July 3, 2024
এরপর তড়িঘড়ি বাইকে করে মেয়েকে নিয়ে হাসপাতালে নিয়ে যান হরিওম। তারপর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতিরা হরিওমকে খুন করার পরিকল্পনা করেছিল কিন্তু দরজার সামনে বাচ্চাকে দেখে তাঁর ওপরেই গুলি চালিয়ে পালিয়ে যায়। যদিও মৃতের বাবার দাবি, তাঁর কারোর সঙ্গেই কোনও ঝামেলা নেই। যদিও ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। স্থানীয় এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো আছে, সেগুলি দেখে আপাতত দুষ্কৃতিদের সনাক্ত করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।