Vijay Deverakonda (Photo Credit: Twitter)

বিগত কয়েকবছর ধরেই অবৈধ বেটিং অ্যাপ কাণ্ডে নাম জড়িয়েছে একাধিক তারকার নাম। এবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কমপক্ষে ২৫ জন তারকার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। জানা যাচ্ছে, তেলেঙ্গানা পুলিশের কাছে দায়ের হয়েছে বিজয় দেবরাকোন্ডা (Vijay Devarakonda), প্রকাশ রাজ, রানা ডাগ্গুবতি, মাঞ্চু লক্ষ্মী সহ একাধিক তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হায়দরাবাদের মিয়াপুর পুলিশ স্টেশনে। যদিও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছে বিজয় দেবরাকোন্ডার পিআর টিম।

বিজয়ের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।

বিজয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয় দেবরাকোন্ডা একটি স্কিল-বেসড অ্যাপের সঙ্গে সীমিত সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। আর সেই দক্ষতা ভিত্তিক গেমগুলি ছিল আইনত অনুমোদিত। পুঙ্খানুপুঙ্খভাবে আইনি পর্যালোচনার পর তিনি এটুথ্রি নামক একটি অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছিলেন। কিন্তু ২০২৩ সালের আগে তিনি একটি বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু বর্তমানে এই ধরনের কোনও অ্যাপের সঙ্গে তিনি যুক্ত নন।

দেখুন টুইট

বেআইনি বেটিং অ্যাপকাণ্ডে যুক্ত রানা ডাগ্গুবতি, প্রকাশ রাজও

জানা যাচ্ছে ৩২ বছর বয়সী ব্যবসায়ী ফণীন্দ্র শর্মা এই তারকাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও রানা ডাগ্গুবতি, প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মীর মতো তারকারা এই সংক্রান্ত এখনও কোনও মন্তব্য করেননি।