বৃহস্পতিবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল তেলেঙ্গানার কামারেড্ডি (Kamareddy) জেলায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। গভীর রাতে গান্ধারী থানা এলাকায় টহল দিচ্ছিলেন দুই পুলিশকর্মী। তখনই এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোস্টে। ওই পোস্টের কিছুটা আগেই একটি বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দুই পুলিশকর্মী। তখনই গাড়িটি দ্রুতগতিতে আসে, এদিকে বেপড়োয়া গাড়ির গতি দেখে সুরক্ষিত জায়গায় পালাতে যাচ্ছিলেন ৩৮ বছরের কনস্টেবল রবি। কার্যত গাড়ির ধাক্কায় উড়ে গিয়ে রেলিং শরীর লেগে ছিটকে পড়ে।

গাড়ির ধাক্কায় উড়ে যায় পুলিশকর্মীর দেহ

ঘটনায় রবির সহকর্মী কনস্টেবল সুভাষ গুরুতর আহত হয়েছেন। তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনায় ঘাতক গাড়িটি আদৌ বাজেয়াপ্ত হয়েছে কিনা এবং গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রবির। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দেখুন দুর্ঘটনার ভিডিয়ো

ঘটনার তদন্তে নেমেছে পুলিশ

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবারই এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে কতটা ভয়ঙ্কর ছিল দুর্ঘটনা।