
KKR vs RCB Kolkata Weather Report: শনিবার (২২ মার্চ) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল ২০২৫ (IPL 2025)-এর নতুন মরসুম। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। সমর্থকরা এই ম্যাচের জন্য অত্যন্ত উচ্ছ্বসিত হলেও বৃষ্টিতে ম্যাচে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় গত দু'দিন ধরে আবহাওয়া বেশ মেঘলা এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট বলছে, কাল সকালে আকাশ মেঘলা থাকবে এবং সকাল ৯টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে সেটা সাম্প্রতিক আপডেটে দেখা যাচ্ছে। আপাতত ম্যাচ চলাকালীন মেঘলা আকাশের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৪০%। KKR vs RCB, IPL 2025: বাতিল হতে পারে কেকেআর বনাম আরসিবি আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ, কিন্তু কেন?
কি বলছে কলকাতার আবহাওয়া রিপোর্ট
Chalo kuchh toh sudhaar aaya #Edengardenweather#KKRvsRCB #Rain pic.twitter.com/ChsnAp62sY
— Pkrb31 (@pkrb31) March 21, 2025
যদি সত্যিই আবহাওয়া খারাপ থাকে তবে কেকেআর বনাম আরসিবির (KKR vs RCB) ম্যাচের সময় কমে যেতে পারে। যদিও ইডেন গার্ডেন্সের নিকাশী ব্যবস্থাও যথেষ্ট ভালো তাই জল বার করতে বেশী সময় লাগবেনা বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কাল শুধু ম্যাচ আয়োজিত হবে না। ম্যাচের আগে আইপিএল মরসুমের ওপেনিং সেরেমনির জন্য বলিউড তারকাদের সাথে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় বৃষ্টি হলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে এই অনুষ্ঠানেও বাধা পড়তে পারে। ভক্ত এবং আইপিএল আয়োজকরা আশা করবে যে যেন ম্যাচের দিন বৃষ্টি না হয় এবং কলকাতার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। পূর্বাভাস অনুযায়ী, রবিবার (২৩ মার্চ) পর্যন্ত কলকাতায় মেঘলা থাকবে এবং কিছুটা বৃষ্টিও হতে পারে। আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও অধিনায়ক বদল করেছে কেকেআর। তাদের নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে এবং রজত পাটিদারের নেতৃত্বে থাকবেন আরসিবি।