Representational Image (Photo Credit: X)

বিজয়গড়ে (Bijaygarh) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক চল্লিশোর্ধ্ব মহিলার পচাগলা মৃতদেহ। শুক্রবার ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেহ উদ্ধার করে। যদিও কী কারণে মহিলার মৃত্যু হয়েছে তা এখনও পরিস্কার নয়। দেহটি ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে গল্ফগ্রিণ থানার পুলিশ।

ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

সূত্রের খবর, বিজয়গড় এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন বছর ৪০-এর শ্রেয়সী ঘোষ। দিনদুয়েক হল তাঁকে ফ্ল্যাটের বাইরে বেরোতে দেখেননি স্থানীয় বাসিন্দারা। যদিও তখন বিশেষ মাথা ঘামাননি তাঁরা। কারণ বেশিরভাগ সময়ই নিজেকে ঘরবন্দি রাখতেন ওই মহিলা। তবে শুক্রবার সকাল থেকেই ফ্ল্যাটের মধ্যে থেকে দুর্গন্ধ আসছিল। যার ফলে সন্দেহ হয় স্থানীয়দের।

তদন্ত শুরু করেছে পুলিশ

ডাকাডাতি সারা না দেওয়ায় প্রতিবেশীরাই থানায় খবর দেয়। ঘটনাস্থলে আসে পুলিশ। তাঁরাই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঘরের মধ্যে পড়ে রয়েছে মহিলার পচাগলা মৃতদেহ। তড়িঘড়ি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, দিনদুয়েক আগেই মৃত্যু হয়েছে শ্রেয়সীর। যদিও আত্মহত্যা নাকি খুন কিংবা স্বাভাবিক মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।