
ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়। এবার সাঁকরাইলে (Sankrail) ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগল। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ১৫টি ইঞ্জিন। যদিও কারখানায় দাহ্য বস্তুর পরিমাণ এতটা বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। ঘটনার সময় কারখানায় ছিল কর্মীরা। তাঁরা আগুন দেখতে পেয়ে ছুঁটে বেরিয়ে আসে। পরে দমকলকর্মী এসে অনেককেই উদ্ধার করে। ফলে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
আতঙ্কে বেরিয়ে আসেন কর্মীরা
জানা যাচ্ছে, এদিন দুপুরের দিকে কারখানায় পুরোদমে কাজ চলছিল। সেই সময় আচমকা কারখানার একটি অংশ থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। বিপদ বুঝে কর্মীরা কারখানার বাইরে বেরোতে থাকে। এদিকে এলাকায় দাহ্য বস্তুর পরিমাণ এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে কারখানা থেকে বেরিয়ে আসেন অসংখ্য কর্মী।
দেখুন ভিডিয়ো
#WATCH | West Bengal: Fire breaks out in a factory near Dhulgarh in Howrah. 15 fire tenders rushed to the spot. More details awaited. pic.twitter.com/qNdq1XzLSS
— ANI (@ANI) March 21, 2025
নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় পরবর্তীকালে আরও বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তারপরেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে খবর।