প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল জননায়ক জনতা পার্টির (Jannayak Janta Party) নেতা রবীন্দ্র মিন্নাকে (Ravindra Minna)। হরিয়ানার অন্যতম বিরোধী দল জেজেপি-র প্রধান দুষ্যন্ত চৌতালার (Dushyant Chautala) ঘনিষ্ঠ নেতা ছিলেন রবীন্দ্র। এদিন পানিপথে সন্ধ্যা ৮টা ১৫ নাগাদ তাঁর ওপর দুষ্কৃতী হামলা হয়। আর সেই হামলায় তাঁকে একেবারে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়। পুলিশসূত্রে খবর, গুলিটি তাঁর কপালে লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে তাঁর এক খুড়তুতো ভাই ও পরিচিত এক ব্যক্তি ঘটনায় আহত হয়েছেন।

প্রকাশ্য রাস্তায় প্রাক্তন বিধায়কের ওপর হামলা

জানা যাচ্ছে, এদিন পানিপথে তিনজনে কোনও একটি কাজে গিয়েছিলেন। সেই সময়ই তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়। পুুলিশসূত্রে খবর, রবীন্দ্র জাগসি এলাকার বাসিন্দা। তবে কর্মসূত্রে বিকাশ নগরে থাকেন। আর তাঁর ওপর যে হামলা চালিয়েছে সেই ব্যক্তিও জাগসি এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর তাতে জানা গিয়েছে, হামলাকারীর নাম রণবীর, সেও জাগসি এলাকারই বাসিন্দা।

দেখুন পোস্ট

হামলাকারী ও প্রাক্তন বিধায়ক একই এলাকার বাসিন্দা।

ঘটনার পর থেকেই হামলাকারী পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। যদিও কী কারণে তাঁর ওপর হামলা করা হয়েছে। এবং এটি কি নিছকই রাজনৈতিক কারণে হামলা নাকি কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল, সেই বিষয় জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই হামলাকারীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।