Spy Jyoti Malhotra (Photo Credit: X)

দিল্লি, ১৯ মে: ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) গ্রেফতারির পর থেকে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। হরিয়ানার (Haryana) হিসারের অগ্রসেন কলোনিতে জন্ম জ্যোতি মালহোত্রার। সেখানেই তার বড় হওয়া। দ্বাদশ শ্রেণি পাশের পর জ্যোতি একের পর এক চাকরিতে যোগ দেয়। তবে তার উদ্দেশ্য ছিল বিলাসবহুল জীবনযাপন। ফলে একের পর এক চাকরি ছাড়তে শুরু করে জ্যোতি। ফলে জ্যোতি বিভিন্ন চাকরি ছেড়ে ট্রাভেল ভ্লগ শুরু করে হরিয়ানার এই মেয়ে। 'ট্রাভেল উইথ জো' এর মাধ্যমে হরিয়ানার এই মেয়ে যে ইউটিউব চ্যানেল শুরু করে, সেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে যায়। ওই ট্রাভেল ভ্লগের সূত্রে ধরেই জ্যোতি একাধিকবার পাকিস্তানে যায়। পাকিস্তানে বার বার যেতে যেতেই কি জ্যোতির সঙ্গে পাক হাইকমিশনের আধিকারিক দানিশের সঙ্গে পরিচয় এবং তার গুপ্তচরবৃত্তি শুরু, সে বিষয়ে পুলিশ এবং গোয়েন্দা আধিকারিকরা খোঁজ শুরু করেছেন।

ট্রাভেল উইথ জো-এর মাধ্যমে জ্যোতি পরপর ৮টি দেশে ঘুরে বেড়ায়। যার মধ্যে পাকিস্তান এনং চিনও রয়েছে। গ্লোবাল ট্রাভেলার হিসেবে নিজেকে তুলে ধরতে চায় জ্যোতি। এসবের মাঝেই জ্যোতির নাম জড়িয়ে পড়ে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে।

আরও পড়ুন: YouTuber Jyoti Malhotra Was 'Pakistani Asset': পাকিস্তানের হাই প্রোফাইল পার্টিতে জ্যোতি মালহোত্রা, পাক অফিসারের সঙ্গে সখ্যতা, 'গদ্দার' ইউটিউবার পাকিস্তানের 'অ্যাসেট', চমকে উঠবেন তথ্য জানলে

পুলিশের কথায়,জ্যোতি মালহোত্রার সূত্র ধরে আরও  বেশ কিছু নাম প্রকাশ্যে আসতে পারে।  জ্যোতির হাত ধরে আর কোনও ইউটিউবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করত কি না, সে বিষয়েও শুরু হয়েছে খোঁজ। জ্যোতির এত রোজগার কোথা থেকে হত, সে বিষয়ে তার বাবা সেভােবে কোনও জিজ্ঞাসাবাদ করত না। মেয়ে বড় হয়েছে, তাই তার পূর্ণ স্বাধীনতার উপরই পরিবার পরিজনরা বেশি গুরুত্ব দিতেন। তার মাঝেই জ্যোতির এই গুপ্তচরবৃত্তির অভিযোগ যেন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।

জ্যোতি মালহোত্রার সঙ্গে পাকিস্তানি আধিকারিকের দানিশের যোগ এবং পাক আধিকারিকদের কতটা যোগ ছিল, সেই ভিডিয়ো উঠে আসতে শুরু করেছে...

 

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও সাসপেন্ড করে দেওয়া হয়।