Credit: Instagram

ইউটিউবে জনপ্রিয়তা অর্জন করার পর প্রায় প্রতিটি সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় বাংলাদেশি ইউটিউবার জান্নাত তোহা। সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ ফলো করে ইউটিউবার জান্নাতকে। প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ও রিল পোস্ট করেন তিনি৷ বেশিরভাগ সময় বিভিন্ন জনপ্রিয় গানের উপর রিল ও ভিডিও তৈরি করে পোস্ট করেন জান্নাত। এছাড়া ইউটিউবের সঙ্গে ফেসবুকে ভ্লগও করে জান্নাত, তার এই ভ্লগ খুব পছন্দ করে অনেক দর্শক।

জান্নাতের রিলের সঙ্গে এই ভ্লগ অল্পবয়সীদের মধ্যে জনপ্রিয়। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সালোয়ার কামিজ পরে রিল ও ছবি শেয়ার করেছেন জান্নাত তোহা। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে লাল রঙের সালোয়ার কামিজ এবং ওড়না পরেছেন তিনি। হালকা মেকআপ ও খোলা চুলে জনপ্রিয় গানের উপর নাচের এই রিল পোস্ট করেছেন জান্নাত। তাঁর এই নাচের রিল ও ছবি খুব পছন্দ করেছে জান্নাতের ফলোয়াররা।