
Bismillah Khan: আজ ভারতরত্ন বিসমিল্লা খানের জন্মদিন। বিহারের মাটিতে জন্মগ্রহণ করেন 'ভারতরত্ন' অলংকৃত ওস্তাদ বিসমিল্লা খান (Ustad Bismillah Khan)। খান একজন সানাই বাদক, শাস্ত্রীয় সংগীত জগতে এক অবিস্মরণীয় নাম ওস্তাদ বিসমিল্লা খান। ১৯১৬ সালের ২১ মার্চ বিহারের ডুমরাও গ্রামে বিসমিল্লা জন্মগ্রহণ করেন। বাবা পয়গম্বর খান ও মা মিঠানের দ্বিতীয় সন্তান ছিলেন বিসমিল্লা খান। তাঁকে কামরুদ্দিন বলে ডাকা হত, পরে তাঁর নাম হয় বিসমিল্লাহ খান।
ভারত-বাংলাদেশ, আফগানিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইরান, ইরাক, কানাডা, পশ্চিম আফ্রিকা, জাপান সহ পৃথিবীর বিভিন্ন স্থানে ওস্তাদ বিসমিল্লাহ খানের সঙ্গীত প্রতিভা ছড়িয়ে পড়ে। বিসমিল্লা খান ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন, পাশাপাশি তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধিও পান।